Ajker Patrika

সাকিবের সঙ্গে ফিরেছেন নাঈম-আফিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুন ২০২৩, ১৬: ১১
সাকিবের সঙ্গে ফিরেছেন নাঈম-আফিফ

একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট শেষ হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ওয়ানডে সিরিজের দলও ঘোষণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। নিজেদের মাঠে আয়ারল্যান্ড সিরিজের মাঝপথে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুবকেও দলে রেখেছেন নির্বাচকেরা।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে না থাকলেও ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান। তবে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে খেলা ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাঈম বইয়ে দিয়েছিলেন রানের বন্যা। বাংলাদেশ দলে যার সুফল পেলেন দলে জায়গা করে। ডিপিএলে ১৬ ইনিংসে করেছিলেন ৯৩২ রান। গড়ও ছিল নজরকাড়া ৭১.৬৯। সর্বোচ্চ রান করে হয়েছেন টুর্নামেন্ট-সেরাও। আবাহনীকে শিরোপা জেতানোর পেছনে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।

সিলেটে আইরিশদের বিপক্ষে নিজেদের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে থেকে বাদ পড়েছিলেন আফিফ হোসেন। নাঈমের সঙ্গে আবাহনীর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনিও। ১৩ ইনিংসে ৫৫ গড়ে করেছেন ৫৫০ রান।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে। এরপর ১৪ জুলাই সিলেটে হবে একমাত্র টি-টোয়েন্টি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত