Ajker Patrika

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি
স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

অস্ট্রেলিয়ার সঙ্গে আগের ম্যাচে প্রাণপণে লড়েও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৪৮ ঘণ্টা পর বাংলাদেশ পেয়েছে সহজ জয়। স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার বাঙ্গির ওয়াইএসডি ইউকেএম ক্রিকেট ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় এখন দুইয়ে বাংলাদেশ। গ্রুপে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টও ৪ । তবে গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড, নেপাল কোনো দলেরই ৪ পয়েন্ট হওয়ার সুযোগ নেই। ৩ ম্যাচ খেলে স্কটল্যান্ডের পয়েন্ট ২। কোনো ম্যাচ না জেতায় নেপালের পয়েন্ট ০। বাংলাদেশ সময় আজ বেলা ১২টা ৩০ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়া-নেপাল ম্যাচ।

বাংলাদেশের দেওয়া ১২২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। ৪.৪ ওভারে ২ উইকেটে ১৯ রানে পরিণত হয় তারা। দুই ওপেনার এম্মা ওয়ালসিংহাম ও পিপা কেলি করেন ৮ ও ১১ রান। এরপর পিপা স্প্রাউল ও নিয়াম মুইর দলের হাল ধরেছেন। তবে তৃতীয় উইকেটে তাঁরা ৫০ রানের জুটি গড়লেও পেরিয়ে গেছে ১৪ ওভার। ১৫তম ওভারের চতুর্থ বলে মুইরকে ফিরিয়ে জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি।

২২ রান করে মুইর আউট হলে ১৪.৪ ওভারে ৩ উইকেটে ৬৯ রানে পরিণত হয় স্কটল্যান্ড। হাতে ৭ উইকেট থাকলেও ৩২ বলে ৫৩ রানের সমীকরণ মেলানো অনেক কঠিন হয়ে স্কটিশদের জন্য। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে থেমে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন স্প্রাউল। ৪১ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আনিসা আকতার সোবা। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন পিংকি ও নিশিতা আকতার নিশি। স্কটল্যান্ডের কেলি, অ্যামি ব্যালডি এই দুই ব্যাটার হয়েছেন রানআউট।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন স্কটল্যান্ডের অধিনায়ক মুইর। প্রথমে ব্যাটিং পেলেও সেভাবে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে তারা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন সুমাইয়া আকতার। ৬ নম্বরে নেমে ৩৬ বলের ইনিংসে ৫ চার মারেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। স্কটল্যান্ডের নাঈমা শেখ, ম্যাকি ম্যাসেইরা পেয়েছেন দুটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত