নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে দিয়েছেন ৬৩ রান। প্রথম ওয়ানডেতেও ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি এ বাঁহাতি পেসার। মোস্তাফিজের বাজে ফর্মের এই ধারাবাহিকতা শুধু এই সিরিজে নয়, অনেক দিন ধরেই লেগে আছে।
শেষ ১৪ ইনিংসের আটটিতেই উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। সর্বশেষ ভারত সিরিজে ৩ ম্যাচে শিকার করেছিলেন কেবল ২ উইকেট। প্রধান পেসারের যখন বেহাল অবস্থা, তখন দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে। তবে ফর্ম হারালেও দলে সুযোগ পাচ্ছেন নিয়মিতই।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর মোস্তাফিজ অটো চয়েজ কি না, এ প্রশ্নেরই উত্তর দিতে হলো অধিনায়ক তামিম ইকবালকে, ‘অটো চয়েজ বলে কোনো কথা নেই, আমি অধিনায়ক তবু আমি অটো চয়েজ না। নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না। এটা ঠিক, আমাদের অনেক বিশ্বাস তার (মোস্তাফিজ) ওপর। ওর রক্ষণাত্মক দক্ষতা দারুণ। শুধু ওর উইকেট নেওয়ার দক্ষতাটা বাড়াতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘কোনো ক্রিকেটারই সব সময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে।’
তামিমও মনে করেন, একজন পেসার যদি উইকেটটেকার হয়, তাঁর জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। তামিম বলেছেন, ‘এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কি না। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভালো কিছু চাইব। যখন আমি মাত্র দুজন পেসার নিয়ে খেলব, তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে দিয়েছেন ৬৩ রান। প্রথম ওয়ানডেতেও ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি এ বাঁহাতি পেসার। মোস্তাফিজের বাজে ফর্মের এই ধারাবাহিকতা শুধু এই সিরিজে নয়, অনেক দিন ধরেই লেগে আছে।
শেষ ১৪ ইনিংসের আটটিতেই উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। সর্বশেষ ভারত সিরিজে ৩ ম্যাচে শিকার করেছিলেন কেবল ২ উইকেট। প্রধান পেসারের যখন বেহাল অবস্থা, তখন দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে। তবে ফর্ম হারালেও দলে সুযোগ পাচ্ছেন নিয়মিতই।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর মোস্তাফিজ অটো চয়েজ কি না, এ প্রশ্নেরই উত্তর দিতে হলো অধিনায়ক তামিম ইকবালকে, ‘অটো চয়েজ বলে কোনো কথা নেই, আমি অধিনায়ক তবু আমি অটো চয়েজ না। নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না। এটা ঠিক, আমাদের অনেক বিশ্বাস তার (মোস্তাফিজ) ওপর। ওর রক্ষণাত্মক দক্ষতা দারুণ। শুধু ওর উইকেট নেওয়ার দক্ষতাটা বাড়াতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘কোনো ক্রিকেটারই সব সময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে।’
তামিমও মনে করেন, একজন পেসার যদি উইকেটটেকার হয়, তাঁর জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। তামিম বলেছেন, ‘এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কি না। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভালো কিছু চাইব। যখন আমি মাত্র দুজন পেসার নিয়ে খেলব, তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক সময় নিয়মিত রিশাদ হোসেন হয়ে পড়েছিলেন ‘অমাবশ্যার চাঁদ’। লাহোর কালান্দার্স একের পর এক ম্যাচ খেললেও একাদশে তাঁর জায়গা হচ্ছিল না। অবশেষে টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর গতকাল সুযোগ পেলেন।
২৩ মিনিট আগেভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১২ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৭ ঘণ্টা আগে