Ajker Patrika

ডমিঙ্গো সৌভাগ্যবান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না

ডমিঙ্গো সৌভাগ্যবান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না

সুপার টুয়েলভে টানা তিন হারের পর কাল মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বাদ যাচ্ছেন না কোচ রাসেল ডমিঙ্গোও। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে আজ বাংলাদেশ কোচ অবশ্য জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তিনি এড়িয়ে চলেন। 

দলের এমন ব্যর্থতায় অনেকেই কাঠগড়ায় তুলছেন ডমিঙ্গোকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব সমালোচনা দেখেনই বলে জানালেন বাংলাদেশ কোচ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না জানিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আমি সৌভাগ্যবান, সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। এমনকি মিডিয়ায় কি লেখা হয়, সেসবও পড়ি না। আগে যখন আমি মাছ শিকার করতাম, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতাম। ক্রিকেটে ফেরার পর এসব থেকে দূরে থাকি।’ 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের উন্নতি নিয়েও কথা বলেছেন ডমিঙ্গো। বিশ্বকাপে এখন পর্যন্ত এমন ভরাডুবির পরও র‍্যাঙ্কিংয়ের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘বাংলাদেশ দল ব্যাপক উন্নতি করেছে। ৮ মাস আগেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১১ নম্বরে ছিল বাংলাদেশ। সেখান থেকে ৬ নম্বরে উঠে আসা (এখন ৯ নম্বর) অনেক বড় অর্জন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের যা সর্বোচ্চ অর্জন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত