Ajker Patrika

কাউন্টিতে প্রথম ম্যাচেই দুর্দান্ত বাংলাদেশি আরাফাত

আপডেট : ২০ মে ২০২৩, ১০: ০৬
কাউন্টিতে প্রথম ম্যাচেই দুর্দান্ত বাংলাদেশি আরাফাত

কদিন আগে কাউন্টি ক্রিকেটের কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের আরাফাত ভূঁইয়া। আরাফাতের এবারের অভিষেকটাও হয়েছে দুর্দান্ত।

দ্য ওভালে চলছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের কেন্ট-সারে ম্যাচ। সারের প্রথম ইনিংসের দ্বিতীয় উইকেটে ডোম সিবলি-ওলি পোপ বেশ জমে গিয়েছেন। ৩৪ রান করা পোপকে বিদায় করে উইকেটের খাতা খোলেন আরাফাত। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটের ৮৪ রানের জুটি। আরাফাত এরপর নিয়েছেন জেমি স্মিথ, বেন ফোকস, উইল জ্যাকসের উইকেট। ২০ ওভার বোলিং করে ৬৫ রান রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, সঙ্গে ৬ ওভার মেডেন দিয়েছেন কেন্টের এই পেসার।

১৮ মে শুরু হওয়া এই ম্যাচে প্রথমে সারের থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় কেন্ট। প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায় কেন্ট। এরপর সারে তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬২ রানে। ৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সারে ৪ উইকেটে ৮০ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত