Ajker Patrika

সাকিবকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে শ্রীলঙ্কা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৩ মে ২০২২, ২৩: ৪৯
সাকিবকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে শ্রীলঙ্কা 

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান চরিত্রটা কেমন? উত্তরটা আর ভেঙে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিস্থিতি যেমনই হোক, সাকিব আলোচনায় থাকবেন না—এমনটা হতেই পারে না। 

করোনা থেকে সেরে ওঠার খবরে দিন জুড়ে আলোচনায় সরগরম ছিলেন সাকিব। সেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন হোক কিংবা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আনুষ্ঠানিক। 

শ্রীলঙ্কা দলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা বাদ যাবে কেন? একের পর এক চোটে বাংলাদেশ দলের বোলিং শক্তিমত্তা কিছুটা কমেছে কি না, শ্রীলঙ্কান এক সংবাদকর্মীর এমন প্রশ্নে তাঁকে শুধরে দিলেন দিমুথ করুণারত্নে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘আজকেই খবর এসেছে সাকিব দলে ফিরেছে। শেষবার যখন ওদের সঙ্গে খেলেছি, সেখান থেকে তাহলে শুধু মিরাজ আর তাসকিন থাকছে না।’ 

সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রাখার কথাও জানিয়েছেন করুণারত্নে, ‘তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরাও নজর রাখছি, ব্যাপারটা কোনদিকে যাচ্ছে (সাকিব প্রথম টেস্টে খেলবেন কী খেলবেন না)।’ 

চরম আর্থিক সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। সামগ্রিকভাবে দ্বীপ দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। 

শ্রীলঙ্কার নাজুক পরিস্থিতি যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ‘হট টপিক’, তখনই বাংলাদেশ সফর করছে লঙ্কানরা। তবে এই মুহূর্তে দুর্বিষহ পরিস্থিতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে চান করুণারত্নে। বাংলাদেশ থেকে দিতে চান জয়ের সুখবর, ‘সবাই জানে শ্রীলঙ্কায় কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। আমরা দেশবাসীকে ভালো ফল উপহার দিতে চাই।’  

বৃষ্টির বাগড়ায় বিকেএসপিতে দুই দিনের গা গরমের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৮ ওভার। প্রস্তুতিটা যতটা ভালো হতে পারত, ততটা হয়নি। করুণারত্নে অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখছেন না, ‘আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন অনেকটা একই রকম। এখানে পর্যাপ্ত অনুশীলন করেছি। সিরিজের জন্য আমরা শতভাগ প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত