নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফর সামনে রেখে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।
১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুর অনুশীলন চলবে জ্যোতি-নাহিদা আক্তারদের। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। ২২ ও ২৩ মার্চ চলবে অনুশীলন, দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। পর দিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্রামে থাকবেন জ্যোতিরা। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের ম্যাচগুলো হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে অনুশীলন। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি
*সব ম্যাচ মিরপুরে
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফর সামনে রেখে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।
১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুর অনুশীলন চলবে জ্যোতি-নাহিদা আক্তারদের। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। ২২ ও ২৩ মার্চ চলবে অনুশীলন, দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। পর দিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্রামে থাকবেন জ্যোতিরা। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের ম্যাচগুলো হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে অনুশীলন। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি
*সব ম্যাচ মিরপুরে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩০ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে