Ajker Patrika

জরুরি সভায়ও অধিনায়ক ঠিক করতে পারেনি বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮: ০৩
জরুরি সভায়ও অধিনায়ক ঠিক করতে পারেনি বিসিবি

তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার পর থেকেই বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন–এ ব্যাপারে বেশ আলোচনা হচ্ছে। এই আলোচনার আপাতত একটা সমাপ্তি রেখা আজই টানার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র। যার জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ জরুরি সভায় বসেছিলেন বোর্ড কর্মকর্তারা।

পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন–এ ঘোষণা শুনতে সচরাচরের চেয়ে আজ মিরপুরে সংবাদমাধ্যমের উপস্থিতিও ছিল অনেক বেশি। কিন্তু বিসিবি যেন সাংবাদিকদের হতাশই করল। জরুরি সভায়ও পরবর্তী ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্ত নিতে পারে তারা। এক সাংবাদিক তো বলছিলেন, ‘বিসিবি ফাঁকি দিল।’

সভার পর বিকেলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘আজকে আমাদের একটা জরুরি সভা ছিল। একটা এজেন্ডা ছিল–সেটা অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক ঠিক করার কথা ছিল আজকে। বোর্ড সভায় বসেছিলাম। কিন্তু পরে সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার দায়িত্ব দিয়েছি। উনি এবার ভেবেচিন্তে যে কজন প্রার্থী আছে অধিনায়কত্বের জন্য, উনি তাদের সঙ্গে কথা বলে, তারপর আমরা অধিনায়ক ফাইনাল করব (সিদ্ধান্ত নেব)। আশা করি আগামী দুই-তিন দিনের মধ্যে (হতে পারে)। ১২ আগস্ট ডেডলাইন আছে (এশিয়া কাপের দল ঘোষণার), তার আগে জানিয়ে দেব।’

অধিনায়কত্বের জন্য সাকিব আল হাসান আলোচনার কেন্দ্রে রয়েছেন। কিন্তু টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডে দায়িত্ব–সব মিলিয়ে সাকিব নেবেন কি না এবং তাঁর জন্য চাপ হয়ে হবে কি না, এসবও দেখছে বিসিবি। লাল বল ও সাদা বলের জন্য আলাদা অধিনায়ক করা হবে কি না, এসবও ভাবছে বোর্ড।

জালাল ইউনুস বললেন, ‘প্রথম কথা হচ্ছে তারা (প্রার্থী) এখন কয়েকজন বাইরে আছে। তবে ফোনে আলাপ করা যায়। এর মধ্যে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা ছিল। কারণ, যাকে দেওয়া হবে, আমরা চাচ্ছি তাকে ভালোভাবে বুঝে শুনে (দেব)। এখানে ফরম্যাটগুলো আছে, কাউকে সব ফরম্যাটে দেব বা দুই ফরম্যাটের জন্য কি না…। অধিনায়কত্বের জন্য যাকে বলা হবে তারা রাজি আছে কি না। এইসব আলাপ আলোচনার জন্য সময় নেওয়া।’

কয়েকটা ব্যাপার যখন একসঙ্গে, তাই বোর্ড সভাপতি নিজেই প্রার্থীদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে, মাননীয় প্রেসিডেন্টকে সবাই বলেছে আপনি দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং আমাদের নির্বাচিত যে অধিনায়ক হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’

সাকিবের পাশাপাশি লিটন ও মিরাজ আছেন বিসিবির অধিনায়কত্ব আলোচনায়। জালাল ইউনুস বললেন, ‘আপনারা জানেন সাকিব আছে। লিটন আছে। আরেকজন আমাদের প্রমিজিং মিরাজ আছে। সেও একজন আমাদের অনেকের মধ্যে নামগুলো উঠে এসেছে। এদের নামগুলো আপনারাও সবাই জানেন। এদের মধ্য থেকে এদের সঙ্গে মূলত আলাপ আলোচনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত