২০২৩ বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। জয়ের লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের দ্রুত উইকেট তুলে নিয়ে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদকে ফ্লিক করতে যান ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। লিডিং এজ হওয়া বল মিড অফে সহজে তালুবন্দী করেছেন সাকিব আল হাসান। ৯ বলে ৩ রান করেছেন বিক্রমজিৎ। ১.৪ ওভারে নেদারল্যান্ডসের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৩ রান।
শুরুর ধাক্কা কাটতে না কাটতেই আবারও উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুল ইসলামকে শট করতে যান ম্যাক্স ও’ডাউড। আউটসাইড এজ হওয়া বল লাফ দিয়ে স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেছেন তানজিদ হাসান তামিম। ও’ডাউড তিন বল খেলেও রানের চাকা খুলতে পারেননি। তাতে নেদারল্যান্ডসের অবস্থা দাঁড়ায় ২.২ ওভারে ২ উইকেটে ৪ রান।
শুরুতে ২ উইকেট হারানোর পর সাবধানে খেলতে থাকে নেদারল্যান্ডস। পঞ্চম ওভারে শরীফুলের ওভার থেকে ডাচরা নিয়েছে ৯ রান। ২টি চার মেরেছেন ওয়েসলি বারেসি। এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে তাসকিন আহমেদ মেডেন দিয়েছেন। কলিন অ্যাকারমান একাই খেলেছেন পুরো ওভারটা। সাবলীলভাবে খেলতে থাকা ডাচরা প্রথম ১০ ওভার শেষে করেছে ২ উইকেটে ৪৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ডাচদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৪ রান। ৩৪ বলে ৩৬ রানে ব্যাটিং করছেন বারেসি। আর অ্যাকারমান অপরাজিত আছেন ১২ রান করে।
২০২৩ বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। জয়ের লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের দ্রুত উইকেট তুলে নিয়ে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদকে ফ্লিক করতে যান ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। লিডিং এজ হওয়া বল মিড অফে সহজে তালুবন্দী করেছেন সাকিব আল হাসান। ৯ বলে ৩ রান করেছেন বিক্রমজিৎ। ১.৪ ওভারে নেদারল্যান্ডসের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৩ রান।
শুরুর ধাক্কা কাটতে না কাটতেই আবারও উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুল ইসলামকে শট করতে যান ম্যাক্স ও’ডাউড। আউটসাইড এজ হওয়া বল লাফ দিয়ে স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেছেন তানজিদ হাসান তামিম। ও’ডাউড তিন বল খেলেও রানের চাকা খুলতে পারেননি। তাতে নেদারল্যান্ডসের অবস্থা দাঁড়ায় ২.২ ওভারে ২ উইকেটে ৪ রান।
শুরুতে ২ উইকেট হারানোর পর সাবধানে খেলতে থাকে নেদারল্যান্ডস। পঞ্চম ওভারে শরীফুলের ওভার থেকে ডাচরা নিয়েছে ৯ রান। ২টি চার মেরেছেন ওয়েসলি বারেসি। এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে তাসকিন আহমেদ মেডেন দিয়েছেন। কলিন অ্যাকারমান একাই খেলেছেন পুরো ওভারটা। সাবলীলভাবে খেলতে থাকা ডাচরা প্রথম ১০ ওভার শেষে করেছে ২ উইকেটে ৪৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ডাচদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৪ রান। ৩৪ বলে ৩৬ রানে ব্যাটিং করছেন বারেসি। আর অ্যাকারমান অপরাজিত আছেন ১২ রান করে।
এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের এখন মুখোমুখি হওয়ার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তাপ না ছড়িয়ে কি পারে! মাঠে নামার আগেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই।
২৩ মিনিট আগেমিরপুরে চলছে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। গত তিন দিনে লিটনদের স্কিল ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেইট তো ছিলেনই, গতকাল যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
১ ঘণ্টা আগেসান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগেঅ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরি আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
২ ঘণ্টা আগে