নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পরিবর্তনের পরই বিসিবির অনিয়ম-দুর্নীতির অভিযোগ করছেন ক্রিকেটার থেকে শুরু করে ক্লাব কর্তাব্যক্তিরা। তাঁদের অনেকে এত দিন নীরব থাকলেও এখন বিসিবির সমালোচনায় মুখোর।
আজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বিএনপিপন্থী বেশ কয়েকজন ক্লাব ক্রিকেটের সংগঠক, সাবেক-বর্তমান কাউন্সিলররা। ক্রিকেটারদের কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানালেন, বিসিবির একজন সাবেক ম্যাচ রেফারি হিসেবে তাঁর চোখে নানা অনিয়ম চোখে ধরা পড়েছেন। তিনি আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রাইজমানি এখনো ক্রিকেটারদের মধ্যে বিতরণ করা হয়নি। অথচ এটি টুর্নামেন্ট শেষে ১৫ দিনের মধ্যে ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার কথা। সেই টাকা তো দেয়ইনি, সবশেষ (টি-টোয়েন্টি) বিশ্বকাপেরও ১৫ দিন চলে গেছে। এর আগেও (২০১৯ বিশ্বকাপের পর) এটি হয়েছে।’
অভিযোগটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজকের পত্রিকাকে বলেছেন, ‘টাকাই তো এখনো পাঠায়নি। টাকা একটা প্রক্রিয়ার মধ্যে পাঠায়। শ্রীলঙ্কা যেমন গত মাসে পেয়েছে। ট্যাক্স ডিডাকশন, কিছু ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স আছে। প্রাইজমানি পেতে ওখানে (ভারতে) চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম পর্যন্ত নিয়োগ দিতে হয়েছে। আর্থিক লেনদেনের প্রক্রিয়া একেক দেশে একেকরকম। যাদের সঙ্গে প্রক্রিয়াটা মসৃণ সেসব সদস্য দেশ আগে টাকা পেয়েছে। যাদের একটু জটিল, তাদের এই প্রক্রিয়া মেনে পেতে হচ্ছে। এটার মানে এই নয় এটা ক্রিকেট বোর্ড আটকে রেখেছে।’
২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল তারা। কোনো ম্যাচ না জিতলেও ওই পরিমাণ অর্থ নিশ্চিত ছিল তাঁদের জন্য। তবে দুই ম্যাচ জেতায় ৪০ হাজার করে আরও ৮০ হাজার মার্কিন ডলার বেশি পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ডলার পাবেন সাকিব-শান্তরা, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ২ কোটি টাকা।
সরকারের পরিবর্তনের পরই বিসিবির অনিয়ম-দুর্নীতির অভিযোগ করছেন ক্রিকেটার থেকে শুরু করে ক্লাব কর্তাব্যক্তিরা। তাঁদের অনেকে এত দিন নীরব থাকলেও এখন বিসিবির সমালোচনায় মুখোর।
আজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বিএনপিপন্থী বেশ কয়েকজন ক্লাব ক্রিকেটের সংগঠক, সাবেক-বর্তমান কাউন্সিলররা। ক্রিকেটারদের কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানালেন, বিসিবির একজন সাবেক ম্যাচ রেফারি হিসেবে তাঁর চোখে নানা অনিয়ম চোখে ধরা পড়েছেন। তিনি আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রাইজমানি এখনো ক্রিকেটারদের মধ্যে বিতরণ করা হয়নি। অথচ এটি টুর্নামেন্ট শেষে ১৫ দিনের মধ্যে ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার কথা। সেই টাকা তো দেয়ইনি, সবশেষ (টি-টোয়েন্টি) বিশ্বকাপেরও ১৫ দিন চলে গেছে। এর আগেও (২০১৯ বিশ্বকাপের পর) এটি হয়েছে।’
অভিযোগটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজকের পত্রিকাকে বলেছেন, ‘টাকাই তো এখনো পাঠায়নি। টাকা একটা প্রক্রিয়ার মধ্যে পাঠায়। শ্রীলঙ্কা যেমন গত মাসে পেয়েছে। ট্যাক্স ডিডাকশন, কিছু ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স আছে। প্রাইজমানি পেতে ওখানে (ভারতে) চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম পর্যন্ত নিয়োগ দিতে হয়েছে। আর্থিক লেনদেনের প্রক্রিয়া একেক দেশে একেকরকম। যাদের সঙ্গে প্রক্রিয়াটা মসৃণ সেসব সদস্য দেশ আগে টাকা পেয়েছে। যাদের একটু জটিল, তাদের এই প্রক্রিয়া মেনে পেতে হচ্ছে। এটার মানে এই নয় এটা ক্রিকেট বোর্ড আটকে রেখেছে।’
২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল তারা। কোনো ম্যাচ না জিতলেও ওই পরিমাণ অর্থ নিশ্চিত ছিল তাঁদের জন্য। তবে দুই ম্যাচ জেতায় ৪০ হাজার করে আরও ৮০ হাজার মার্কিন ডলার বেশি পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ডলার পাবেন সাকিব-শান্তরা, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ২ কোটি টাকা।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৬ ঘণ্টা আগে