Ajker Patrika

বিপিএল মিউজিক ফেস্টের টিকিটের দাম ১২ হাজার টাকা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২: ১১
বিপিএলের মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত
বিপিএলের মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে রেখে হবে মিউজিক ফেস্ট। সেই ফেস্টে কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে থাকছে বাংলাদেশের মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড। মিউজিক ফেস্ট দেখতে খরচ হবে মোটা অঙ্কের টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টের টিকিটের দামসহ অনুষ্ঠানের শিল্পীদের নাম জানিয়েছে। সর্বোচ্চ ১২ হাজার টাকা দাম প্লাটিনাম ক্যাটেগরির। গোল্ড ও সিলভার ক্যাটেগরির টিকিটের দাম ৮ হাজার ও ৬ হাজার টাকা। ৪ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা।

দেশি-বিদেশি তারকা ব্যান্ড ও শিল্পীরা থাকছেন বিপিএল মিউজিক ফেস্টে এই অনুষ্ঠানে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল থাকছে বিপিএল মিউজিক ফেস্টে। মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ডের সঙ্গে থাকছেন র‍্যাপার হান্নান, জেফাররা। এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি এলাকায় ১০০ আসন সংরক্ষণ করে রেখেছে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় বিপিএল ২০২৫ মিউজিক ফেস্টের টিকিটের প্রচারণা শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শুরু হয়েছে এই লাইভ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে চারটায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০২৪-২৫ বিপিএল।

বিপিএলের মিউজিক ফেস্টে থাকছেন কারা

রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল

মাইলস

অ্যাভয়েড রাফা

মুজা

জেফার

সঞ্জয়

হান্নান

ফেস্টের টিকিটের দাম (ক্যাটেগরি অনুযায়ী)
প্লাটিনাম১২ হাজার
গোল্ড৮ হাজার
সিলভার৬ হাজার
গ্র্যান্ড স্ট্যান্ড৪ হাজার
ক্লাব হাউজ২ হাজার ৫০০
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত