নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢালাওভাবে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। নারায়ণগঞ্জে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে নিজেদের পছন্দের অনুশীলন ভেন্যু। সর্বশেষ সংস্করণে একই মাঠে অনুশীলন করতে বেশির ভাগ দল। ফলে মিরপুর একাডেমিতে আদর্শ প্রস্তুতিরও সুযোগ হত না ফ্র্যাঞ্চাইজিদের। তার ওপর এবার মাঠের বড় একটা জায়গা জুড়ে রয়েছে বিসিবি গ্রিন হাউজ এফেক্টের প্রজেক্ট। কমে গেছে উইকেটও।
সবকিছু বিবেচনায় এবার মিরপুরের বাইরেই অনুশীলন করছে বিপিএলের ৫-৬টি দল। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেছেন, ‘দেখুন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। এক সঙ্গে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই। সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। এ কারণেই এখানে আসা।’
কোচ সালাহ উদ্দিনের অধীনে অনুশীলন করেছেন স্থানীয় ক্রিকেটাররা। লিটন দাস-মাহিদুল ইসলাম অঙ্কনদের দীক্ষা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কুমিল্লার কোচ। সেখানে এল তাঁর আরেক শিষ্য সাকিব আল হাসানের প্রসঙ্গ। যদিও সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
সুসম্পর্কের পাশাপাশি সাকিবের মাস্কো একাডেমির কোচও সালাহ উদ্দিন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের নামের সঙ্গে এমপি শব্দও যোগ হয়েছে। ফলে এবার শুধু অলরাউন্ডার সাকিব নয়, সংসদ সদস্য সাকিবেরও গুরু সালাহ উদ্দিন। ব্যাপারটি কেমন লাগে তাঁর কাছে?
সালাহ উদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিষ্য সাকিব এমপি-মন্ত্রী যা-ই হোক না কেন, তাঁর কাছে শুধুই ‘সাকিব’। দেশসেরা কোচ বলেছেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
তার পরই সালাহ উদ্দিনের স্পষ্ট কথা, ‘সে (সাকিব) এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’
ঢালাওভাবে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। নারায়ণগঞ্জে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে নিজেদের পছন্দের অনুশীলন ভেন্যু। সর্বশেষ সংস্করণে একই মাঠে অনুশীলন করতে বেশির ভাগ দল। ফলে মিরপুর একাডেমিতে আদর্শ প্রস্তুতিরও সুযোগ হত না ফ্র্যাঞ্চাইজিদের। তার ওপর এবার মাঠের বড় একটা জায়গা জুড়ে রয়েছে বিসিবি গ্রিন হাউজ এফেক্টের প্রজেক্ট। কমে গেছে উইকেটও।
সবকিছু বিবেচনায় এবার মিরপুরের বাইরেই অনুশীলন করছে বিপিএলের ৫-৬টি দল। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেছেন, ‘দেখুন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। এক সঙ্গে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই। সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। এ কারণেই এখানে আসা।’
কোচ সালাহ উদ্দিনের অধীনে অনুশীলন করেছেন স্থানীয় ক্রিকেটাররা। লিটন দাস-মাহিদুল ইসলাম অঙ্কনদের দীক্ষা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কুমিল্লার কোচ। সেখানে এল তাঁর আরেক শিষ্য সাকিব আল হাসানের প্রসঙ্গ। যদিও সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
সুসম্পর্কের পাশাপাশি সাকিবের মাস্কো একাডেমির কোচও সালাহ উদ্দিন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের নামের সঙ্গে এমপি শব্দও যোগ হয়েছে। ফলে এবার শুধু অলরাউন্ডার সাকিব নয়, সংসদ সদস্য সাকিবেরও গুরু সালাহ উদ্দিন। ব্যাপারটি কেমন লাগে তাঁর কাছে?
সালাহ উদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিষ্য সাকিব এমপি-মন্ত্রী যা-ই হোক না কেন, তাঁর কাছে শুধুই ‘সাকিব’। দেশসেরা কোচ বলেছেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
তার পরই সালাহ উদ্দিনের স্পষ্ট কথা, ‘সে (সাকিব) এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৫ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৫ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৭ ঘণ্টা আগে