Ajker Patrika

‘মিরাজের মধ্যে আলাদা জোশ আছে’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৮: ৫৩
‘মিরাজের মধ্যে আলাদা জোশ আছে’

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। ৬ উইকেটের জয়ের ম্যাচে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ। গতকাল দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে বিশ্বকাপের প্রথম ফিফটির সঙ্গে ম্যাচ-সেরাও হয়েছেন মিরাজ। ধারাবাহিক ভালো করার প্রশংসা পাচ্ছেন তিনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যেখানে তাঁকে খেলাচ্ছে, সেখানেই দারুণ করছেন। কখনো ওপেনিংয়ে, কখনো তিনে, কখনো সাতে আর আটে তো ক্যারিয়ারের বেশির ভাগ সময়েই ব্যাটিং করেছেন।  

মিরাজ কীভাবে পারছেন ব্যাটিংয়ের প্রতিটি পজিশনে দারুণ খেলতে, তা নিয়েই যত আলোচনা। বিষয়টি নিয়ে ধর্মশালায় আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তানভীর আহমেদ টিটু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের ব্যাখ্যাটা হচ্ছে, ‘মিরাজ শুধু গত কয়েকটা ম্যাচ নয়, কয়েক মৌসুম ধরেই ভালো করছে। তার ভেতরে যে এই অনুপ্রেরণাটা আছে, তা সব খেলাতেই শতভাগ দিতে দেখা যায়। সে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং—সব জায়গাতেই শতভাগ দিয়ে খেলে। সব খেলোয়াড়ই অবশ্য এটাই করে। কিন্তু মিরাজের ভেতরে একটা আলাদা জোশ কাজ করে যে আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলব।’ 

আফগানিস্তানের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে ৫৭ রানের ইনিংস খেলেছেন মিরাজ। এর আগে অবশ্য বল হাতেও ২৫ রানে ৩ উইকেট নিয়েছে তিনি। মিরাজ তিন বিভাগে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। অসাধারণ এক অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তাঁর সামনে। তানভীর বলেছেন, ‘ওর যেহেতু তিনটা জায়গা আছে (পারফর্ম করার), সবার হয়তো সেই সুযোগটা থাকে না। সে বল করে, ব্যাটিংও করে। আবার ফিল্ডিংয়ের জায়াগাতেও সে শতভাগ দেয়। এই জায়গায় সে যে সুবিধাটা পায়, তা হচ্ছে তিন জায়গায় অবদান রাখার। একটা না পারলে আরেক জায়গায় অবদান রাখার চেষ্টা করে।’ 

মিরাজের ওপর প্রত্যাশার চাপিয়ে দিতে চায় না বিসিবি। তানভীর বলেছেন, ‘প্রত্যাশার চাপ আসলে আমাদের দিক থেকে কোনো কিছু না। আমাদের প্রত্যাশা সব খেলোয়াড়ের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী খেলা। মিরাজ ভালো করলে যেটা হয়, সারা দেশের মানুষের প্রত্যাশা তার ওপর চলে আসে। যারা পেশাদার, তারা এসব নিয়েই কাজ করে। এটা মনে হয় না আলাদা কিছু হবে। উল্টো আমার কাছে মনে হয় গতকালের পারফরম্যান্স তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। পরের ম্যাচগুলোয় আমাদের শক্তিশালী প্রতিপক্ষ আছে, তাদের বিপক্ষে খেলার ক্ষেত্রে আরও ভালো কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত