ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্রাডম্যান। তাঁর যেকোনো রেকর্ডে ভাগ বসানো যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নের সামান্য হলেও পূরণ হলো কামিন্দু মেন্ডিসের। টেস্টে দ্রুততম এক হাজার রানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রাডম্যানের পাশে বসলেন শ্রীলঙ্কান ব্যাটার।
১৯২৮ সালে টেস্ট অভিষেক হওয়া ব্রাডম্যান ১৯৩০ সালে ১৩ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। কামিন্দুও অভিষেকের দুই বছরের মাথায় সমান ইনিংসে করলেন দ্রুততম ১ হাজার রান। ১৯৪৯ সালের পর এই কীর্তি গড়তে দেখল টেস্ট ক্রিকেট।
অভিষেকের পর দ্রুততম এক হাজার রানের তালিকায় ব্রাডম্যান ও কামিন্দুর ওপরে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস। তার মধ্যে উইকস অভিষেকের এক বছরের মাথায় ১৯৪৯ সালে ব্রাডম্যানকে ছাড়িয়ে এই কীর্তি গড়েন। অবশ্য অভিষেকের এক বছরের মধ্যে রেকর্ডটি ১৯২৫ সালেই করে ফেলেছিলেন সাটক্লিফ।
গলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সৌদ শাকিলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিলেন কামিন্দু। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেয়েছেন তিনি, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম নজির। শাকিল ৭ টেস্টে গড়েছিলেন এই কীর্তি।
প্রথম দিন ৫১ রান নিয়ে দিন পার করা কামিন্দু আজ রাচিন রবীন্দ্রকে ৬ মেরে দ্রুততম হাজার রানের কীর্তি গড়েন। এর পরপরই ৫ উইকেটে ৬০২ রান নিয়ে প্রথম ইনিংসের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। ২৫ বছর বয়সী ব্যাটারের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশত উদ্যাপনেরও। কিন্তু ইনিংস ঘোষণা করায় ২৫০ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১৮২ রানে অপরাজিত থাকতেই মাঠ ছাড়তে হয় কামিন্দুকে। তাঁর সঙ্গে অপরাজিত ১০৬ রান নিয়ে মাঠ ছাড়েন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পাওয়া উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
পঞ্চম উইকেটে দুজনই গড়েন ২০০ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩ উইকেটে ৩০৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেও ১২ রানের জন্য তিন অঙ্কের ঘর ছুঁতে পারেননি তাঁর সঙ্গে দিন শুরু করা অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর ৪৪ রানে ফেরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্রাডম্যান। তাঁর যেকোনো রেকর্ডে ভাগ বসানো যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নের সামান্য হলেও পূরণ হলো কামিন্দু মেন্ডিসের। টেস্টে দ্রুততম এক হাজার রানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রাডম্যানের পাশে বসলেন শ্রীলঙ্কান ব্যাটার।
১৯২৮ সালে টেস্ট অভিষেক হওয়া ব্রাডম্যান ১৯৩০ সালে ১৩ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। কামিন্দুও অভিষেকের দুই বছরের মাথায় সমান ইনিংসে করলেন দ্রুততম ১ হাজার রান। ১৯৪৯ সালের পর এই কীর্তি গড়তে দেখল টেস্ট ক্রিকেট।
অভিষেকের পর দ্রুততম এক হাজার রানের তালিকায় ব্রাডম্যান ও কামিন্দুর ওপরে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস। তার মধ্যে উইকস অভিষেকের এক বছরের মাথায় ১৯৪৯ সালে ব্রাডম্যানকে ছাড়িয়ে এই কীর্তি গড়েন। অবশ্য অভিষেকের এক বছরের মধ্যে রেকর্ডটি ১৯২৫ সালেই করে ফেলেছিলেন সাটক্লিফ।
গলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সৌদ শাকিলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিলেন কামিন্দু। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেয়েছেন তিনি, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম নজির। শাকিল ৭ টেস্টে গড়েছিলেন এই কীর্তি।
প্রথম দিন ৫১ রান নিয়ে দিন পার করা কামিন্দু আজ রাচিন রবীন্দ্রকে ৬ মেরে দ্রুততম হাজার রানের কীর্তি গড়েন। এর পরপরই ৫ উইকেটে ৬০২ রান নিয়ে প্রথম ইনিংসের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। ২৫ বছর বয়সী ব্যাটারের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশত উদ্যাপনেরও। কিন্তু ইনিংস ঘোষণা করায় ২৫০ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১৮২ রানে অপরাজিত থাকতেই মাঠ ছাড়তে হয় কামিন্দুকে। তাঁর সঙ্গে অপরাজিত ১০৬ রান নিয়ে মাঠ ছাড়েন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পাওয়া উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
পঞ্চম উইকেটে দুজনই গড়েন ২০০ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩ উইকেটে ৩০৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেও ১২ রানের জন্য তিন অঙ্কের ঘর ছুঁতে পারেননি তাঁর সঙ্গে দিন শুরু করা অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর ৪৪ রানে ফেরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৮ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৩৯ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে