ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্রাডম্যান। তাঁর যেকোনো রেকর্ডে ভাগ বসানো যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নের সামান্য হলেও পূরণ হলো কামিন্দু মেন্ডিসের। টেস্টে দ্রুততম এক হাজার রানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রাডম্যানের পাশে বসলেন শ্রীলঙ্কান ব্যাটার।
১৯২৮ সালে টেস্ট অভিষেক হওয়া ব্রাডম্যান ১৯৩০ সালে ১৩ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। কামিন্দুও অভিষেকের দুই বছরের মাথায় সমান ইনিংসে করলেন দ্রুততম ১ হাজার রান। ১৯৪৯ সালের পর এই কীর্তি গড়তে দেখল টেস্ট ক্রিকেট।
অভিষেকের পর দ্রুততম এক হাজার রানের তালিকায় ব্রাডম্যান ও কামিন্দুর ওপরে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস। তার মধ্যে উইকস অভিষেকের এক বছরের মাথায় ১৯৪৯ সালে ব্রাডম্যানকে ছাড়িয়ে এই কীর্তি গড়েন। অবশ্য অভিষেকের এক বছরের মধ্যে রেকর্ডটি ১৯২৫ সালেই করে ফেলেছিলেন সাটক্লিফ।
গলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সৌদ শাকিলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিলেন কামিন্দু। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেয়েছেন তিনি, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম নজির। শাকিল ৭ টেস্টে গড়েছিলেন এই কীর্তি।
প্রথম দিন ৫১ রান নিয়ে দিন পার করা কামিন্দু আজ রাচিন রবীন্দ্রকে ৬ মেরে দ্রুততম হাজার রানের কীর্তি গড়েন। এর পরপরই ৫ উইকেটে ৬০২ রান নিয়ে প্রথম ইনিংসের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। ২৫ বছর বয়সী ব্যাটারের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশত উদ্যাপনেরও। কিন্তু ইনিংস ঘোষণা করায় ২৫০ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১৮২ রানে অপরাজিত থাকতেই মাঠ ছাড়তে হয় কামিন্দুকে। তাঁর সঙ্গে অপরাজিত ১০৬ রান নিয়ে মাঠ ছাড়েন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পাওয়া উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
পঞ্চম উইকেটে দুজনই গড়েন ২০০ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩ উইকেটে ৩০৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেও ১২ রানের জন্য তিন অঙ্কের ঘর ছুঁতে পারেননি তাঁর সঙ্গে দিন শুরু করা অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর ৪৪ রানে ফেরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্রাডম্যান। তাঁর যেকোনো রেকর্ডে ভাগ বসানো যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নের সামান্য হলেও পূরণ হলো কামিন্দু মেন্ডিসের। টেস্টে দ্রুততম এক হাজার রানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রাডম্যানের পাশে বসলেন শ্রীলঙ্কান ব্যাটার।
১৯২৮ সালে টেস্ট অভিষেক হওয়া ব্রাডম্যান ১৯৩০ সালে ১৩ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। কামিন্দুও অভিষেকের দুই বছরের মাথায় সমান ইনিংসে করলেন দ্রুততম ১ হাজার রান। ১৯৪৯ সালের পর এই কীর্তি গড়তে দেখল টেস্ট ক্রিকেট।
অভিষেকের পর দ্রুততম এক হাজার রানের তালিকায় ব্রাডম্যান ও কামিন্দুর ওপরে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস। তার মধ্যে উইকস অভিষেকের এক বছরের মাথায় ১৯৪৯ সালে ব্রাডম্যানকে ছাড়িয়ে এই কীর্তি গড়েন। অবশ্য অভিষেকের এক বছরের মধ্যে রেকর্ডটি ১৯২৫ সালেই করে ফেলেছিলেন সাটক্লিফ।
গলের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সৌদ শাকিলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিলেন কামিন্দু। ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস পেয়েছেন তিনি, যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম নজির। শাকিল ৭ টেস্টে গড়েছিলেন এই কীর্তি।
প্রথম দিন ৫১ রান নিয়ে দিন পার করা কামিন্দু আজ রাচিন রবীন্দ্রকে ৬ মেরে দ্রুততম হাজার রানের কীর্তি গড়েন। এর পরপরই ৫ উইকেটে ৬০২ রান নিয়ে প্রথম ইনিংসের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। ২৫ বছর বয়সী ব্যাটারের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশত উদ্যাপনেরও। কিন্তু ইনিংস ঘোষণা করায় ২৫০ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১৮২ রানে অপরাজিত থাকতেই মাঠ ছাড়তে হয় কামিন্দুকে। তাঁর সঙ্গে অপরাজিত ১০৬ রান নিয়ে মাঠ ছাড়েন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পাওয়া উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
পঞ্চম উইকেটে দুজনই গড়েন ২০০ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩ উইকেটে ৩০৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেও ১২ রানের জন্য তিন অঙ্কের ঘর ছুঁতে পারেননি তাঁর সঙ্গে দিন শুরু করা অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর ৪৪ রানে ফেরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে