নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। ওই সফরে আবার দুঃসময়ও সঙ্গী হয়েছে তাঁর। চোটে পড়ায় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। একই কারণে ঘরের মাঠে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজও হাতছাড়া হয়েছে তাসকিনের।
চোট থেকে সেরে উঠতে লম্বা পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাসকিনকে। সেটিরই অংশ হিসেবে আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিংও শুরু করেছেন ২৭ বছর বয়সী পেসার। অবশ্য ক্যারিয়ারে তাঁকে চোটে পড়তে হয়েছে অনেকবারই। চোট নিয়ে তাই আর ভেঙে পড়েন না তাসকিন।
আজ মিরপুরে অনুশীলন শেষে তাসকিন বলছিলেন, ‘সবার পরামর্শেই আবার পুনর্বাসন শুরু করেছি। উন্নতি হচ্ছে, এটা ভালো দিক। আর চোট তো জীবনেরই অংশ। দুনিয়াতে সব ফাস্ট বোলাররা কম-বেশি চোটে পড়ে থাকে। চোটে পড়লে আবার ফিরে আসতে হবে। এটাই চ্যালেঞ্জ, আবার এটাই মজা।’
চোট কাটিয়ে তাসকিনের ফেরার কথা কদিন পরে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। তাঁকে রাখা হয়েছে সাদা বলের দলে। তাসকিন অবশ্য চান, ফিট হয়ে তিন সংস্করণেই খেলতে। গত কিছুদিনে অনেক কথা হয়েছে মোস্তাফিজুর রহমানের টেস্ট সংস্করণে খেলা-না খেলা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজ আছেন বাংলাদেশ টেস্ট দলে। ফিজের টেস্ট ফেরা নিয়ে তাসকিন বললেন, ‘ফিজ সাধারণত টেস্ট খুব একটা খেলে না। এর মধ্যেই সে যে দেশের হয়ে খেলতে রাজি হয়েছে, এটা অনেক সম্মান করার বিষয়। সে অনেক সহায়তা করে এবং অনেক ভালো ছেলে। সে সবাইকে সহায়তা করার চেষ্টা করে।’
দুই মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। ওই সফরে আবার দুঃসময়ও সঙ্গী হয়েছে তাঁর। চোটে পড়ায় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। একই কারণে ঘরের মাঠে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজও হাতছাড়া হয়েছে তাসকিনের।
চোট থেকে সেরে উঠতে লম্বা পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাসকিনকে। সেটিরই অংশ হিসেবে আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিংও শুরু করেছেন ২৭ বছর বয়সী পেসার। অবশ্য ক্যারিয়ারে তাঁকে চোটে পড়তে হয়েছে অনেকবারই। চোট নিয়ে তাই আর ভেঙে পড়েন না তাসকিন।
আজ মিরপুরে অনুশীলন শেষে তাসকিন বলছিলেন, ‘সবার পরামর্শেই আবার পুনর্বাসন শুরু করেছি। উন্নতি হচ্ছে, এটা ভালো দিক। আর চোট তো জীবনেরই অংশ। দুনিয়াতে সব ফাস্ট বোলাররা কম-বেশি চোটে পড়ে থাকে। চোটে পড়লে আবার ফিরে আসতে হবে। এটাই চ্যালেঞ্জ, আবার এটাই মজা।’
চোট কাটিয়ে তাসকিনের ফেরার কথা কদিন পরে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। তাঁকে রাখা হয়েছে সাদা বলের দলে। তাসকিন অবশ্য চান, ফিট হয়ে তিন সংস্করণেই খেলতে। গত কিছুদিনে অনেক কথা হয়েছে মোস্তাফিজুর রহমানের টেস্ট সংস্করণে খেলা-না খেলা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজ আছেন বাংলাদেশ টেস্ট দলে। ফিজের টেস্ট ফেরা নিয়ে তাসকিন বললেন, ‘ফিজ সাধারণত টেস্ট খুব একটা খেলে না। এর মধ্যেই সে যে দেশের হয়ে খেলতে রাজি হয়েছে, এটা অনেক সম্মান করার বিষয়। সে অনেক সহায়তা করে এবং অনেক ভালো ছেলে। সে সবাইকে সহায়তা করার চেষ্টা করে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩২ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে