Ajker Patrika

বিশ্বরেকর্ড জুটির কথা জানতেনই না ইফতেখার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
বিশ্বরেকর্ড জুটির কথা জানতেনই না ইফতেখার 

রেকর্ড জুটির অংশীদার, টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর দলের বড় জয়। সবকিছু সম্পূর্ণ করার পর ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন ইফতেখার আহমেদ। মাঠে যেমন ভয়ংকর, ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার দেখতে অবশ্য বেশ নরম-সরম।

কথাও বলেন ওই ভঙ্গিতে। সংবাদ সম্মেলনেও এর ব্যতিক্রম ছিলেন না। প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি দারুণ অনুভূতি, ক্রিকেটার ও মানুষ হিসেবে সাকিব কতটা বড় মাপের সেই কথাও জানালেন। এরপর এক সংবাদকর্মী সাকিবের সঙ্গে ৫ম উইকেটে তাঁর ১৯২ জুটিটি যে বিশ্বরেকর্ড গড়ল সেটা জানালেন। দ্রুতই ইফতেখারের উত্তর, 'এটা তো জানতাম না, এটা তো আনন্দের খবর।' জানার সুযোগই-বা কোথায় পেলেন!

ব্যাটিং শেষ করেই ছোট্ট বিরতি দিয়ে ফিল্ডিংয়ে নেমে যেতে হয়েছে। এরপর ম্যাচ শেষ করে সংবাদ সম্মেলনে আসার তাড়া। সে যা-ই হোক, ক্যারিয়ারে এমন ইনিংস আরও খেলেছেন কি না প্রশ্নে ইফতেখারের উত্তর, 'এরকম নেই। তবে ভালো ইনিংস বেশ কয়েকটিই খেলেছি। কিন্তু এটা আমার জীবনের সেরা ইনিংস হয়ে থাকবে। কারণটা হলো, খুব উপভোগ করে ইনিংসটি খেলেছি। দলও ভুগছিল। ৩-৪ উইকেট আমরা হারিয়ে ফেলেছিলাম। সেখান থেকে দলকে উদ্ধার করতে এরকম ইনিংস খেলা, জয় উদযাপন করা বড় বিষয়। আনন্দের বিষয়। দল জেতার থেকে বড় কিছু নেই।'

ইফতেখার আজ ব্যাটিংয়ে নেমেছেন ৪ উইকেট পড়ার পর। বিপিএলে এত পরে নেমে সেঞ্চুরির রেকর্ড নেই। কখন মনে হয়েছিল সেঞ্চুরি হতে পারে প্রশ্নে ইফতেখার বললেন, '৭০ রানের সময়। তখন সাকিবকে আমি বলেছিলাম, 'আমি শতরানের পেছনে ছুটি। যত বেশি স্ট্রাইক পাব তত ভালো। সাকিব বলেছিল, আমি আপনাকে স্ট্রাইক দেব। আপনি ছুটতে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত