নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
রেকর্ড জুটির অংশীদার, টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর দলের বড় জয়। সবকিছু সম্পূর্ণ করার পর ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন ইফতেখার আহমেদ। মাঠে যেমন ভয়ংকর, ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার দেখতে অবশ্য বেশ নরম-সরম।
কথাও বলেন ওই ভঙ্গিতে। সংবাদ সম্মেলনেও এর ব্যতিক্রম ছিলেন না। প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি দারুণ অনুভূতি, ক্রিকেটার ও মানুষ হিসেবে সাকিব কতটা বড় মাপের সেই কথাও জানালেন। এরপর এক সংবাদকর্মী সাকিবের সঙ্গে ৫ম উইকেটে তাঁর ১৯২ জুটিটি যে বিশ্বরেকর্ড গড়ল সেটা জানালেন। দ্রুতই ইফতেখারের উত্তর, 'এটা তো জানতাম না, এটা তো আনন্দের খবর।' জানার সুযোগই-বা কোথায় পেলেন!
ব্যাটিং শেষ করেই ছোট্ট বিরতি দিয়ে ফিল্ডিংয়ে নেমে যেতে হয়েছে। এরপর ম্যাচ শেষ করে সংবাদ সম্মেলনে আসার তাড়া। সে যা-ই হোক, ক্যারিয়ারে এমন ইনিংস আরও খেলেছেন কি না প্রশ্নে ইফতেখারের উত্তর, 'এরকম নেই। তবে ভালো ইনিংস বেশ কয়েকটিই খেলেছি। কিন্তু এটা আমার জীবনের সেরা ইনিংস হয়ে থাকবে। কারণটা হলো, খুব উপভোগ করে ইনিংসটি খেলেছি। দলও ভুগছিল। ৩-৪ উইকেট আমরা হারিয়ে ফেলেছিলাম। সেখান থেকে দলকে উদ্ধার করতে এরকম ইনিংস খেলা, জয় উদযাপন করা বড় বিষয়। আনন্দের বিষয়। দল জেতার থেকে বড় কিছু নেই।'
ইফতেখার আজ ব্যাটিংয়ে নেমেছেন ৪ উইকেট পড়ার পর। বিপিএলে এত পরে নেমে সেঞ্চুরির রেকর্ড নেই। কখন মনে হয়েছিল সেঞ্চুরি হতে পারে প্রশ্নে ইফতেখার বললেন, '৭০ রানের সময়। তখন সাকিবকে আমি বলেছিলাম, 'আমি শতরানের পেছনে ছুটি। যত বেশি স্ট্রাইক পাব তত ভালো। সাকিব বলেছিল, আমি আপনাকে স্ট্রাইক দেব। আপনি ছুটতে থাকেন।
রেকর্ড জুটির অংশীদার, টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর দলের বড় জয়। সবকিছু সম্পূর্ণ করার পর ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন ইফতেখার আহমেদ। মাঠে যেমন ভয়ংকর, ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার দেখতে অবশ্য বেশ নরম-সরম।
কথাও বলেন ওই ভঙ্গিতে। সংবাদ সম্মেলনেও এর ব্যতিক্রম ছিলেন না। প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি দারুণ অনুভূতি, ক্রিকেটার ও মানুষ হিসেবে সাকিব কতটা বড় মাপের সেই কথাও জানালেন। এরপর এক সংবাদকর্মী সাকিবের সঙ্গে ৫ম উইকেটে তাঁর ১৯২ জুটিটি যে বিশ্বরেকর্ড গড়ল সেটা জানালেন। দ্রুতই ইফতেখারের উত্তর, 'এটা তো জানতাম না, এটা তো আনন্দের খবর।' জানার সুযোগই-বা কোথায় পেলেন!
ব্যাটিং শেষ করেই ছোট্ট বিরতি দিয়ে ফিল্ডিংয়ে নেমে যেতে হয়েছে। এরপর ম্যাচ শেষ করে সংবাদ সম্মেলনে আসার তাড়া। সে যা-ই হোক, ক্যারিয়ারে এমন ইনিংস আরও খেলেছেন কি না প্রশ্নে ইফতেখারের উত্তর, 'এরকম নেই। তবে ভালো ইনিংস বেশ কয়েকটিই খেলেছি। কিন্তু এটা আমার জীবনের সেরা ইনিংস হয়ে থাকবে। কারণটা হলো, খুব উপভোগ করে ইনিংসটি খেলেছি। দলও ভুগছিল। ৩-৪ উইকেট আমরা হারিয়ে ফেলেছিলাম। সেখান থেকে দলকে উদ্ধার করতে এরকম ইনিংস খেলা, জয় উদযাপন করা বড় বিষয়। আনন্দের বিষয়। দল জেতার থেকে বড় কিছু নেই।'
ইফতেখার আজ ব্যাটিংয়ে নেমেছেন ৪ উইকেট পড়ার পর। বিপিএলে এত পরে নেমে সেঞ্চুরির রেকর্ড নেই। কখন মনে হয়েছিল সেঞ্চুরি হতে পারে প্রশ্নে ইফতেখার বললেন, '৭০ রানের সময়। তখন সাকিবকে আমি বলেছিলাম, 'আমি শতরানের পেছনে ছুটি। যত বেশি স্ট্রাইক পাব তত ভালো। সাকিব বলেছিল, আমি আপনাকে স্ট্রাইক দেব। আপনি ছুটতে থাকেন।
বাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৪১ মিনিট আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
১ ঘণ্টা আগেসবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। গত মঙ্গলবার রিও ডি জেনিরোয় কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে ক্যালির বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নেমে ১ হাজার ৩৯১ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ফ্যাবিও। তিনি ভেঙেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের ১৩৯০
২ ঘণ্টা আগেওয়ানডে অভিষেকটা প্রেনেলান সুব্রায়েনের জন্য ছিল মনে রাখার মতো। কেয়ার্নসে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি পেয়েছেন ১ উইকেট। প্রোটিয়ারাও জিতেছে ৯৮ রানের বিশাল ব্যবধানে। তবে এই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে