‘চমক’ শব্দ যেন ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেষ ওভারের নাটকীয়তা এখন যেন ‘ডালভাত।’ অবিশ্বাস্য এসব ঘটনা দেখে কেউ কেউ বলছেন এবারের আইপিএল যেন ‘ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ’!
গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শেষ বলে জয়ের দেখা পেয়েছে, যেখানে বেঙ্গালুরুর ২১৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে একটা পর্যায়ে লক্ষ্ণৌর জয় সহজই মনে হচ্ছিল। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণৌর দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। নাটকীয়তার শুরু এখান থেকেই। শেষ ওভার বোলিংয়ে এসে ২ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান হার্শাল প্যাটেল। শেষ বলে যখন ১ রান দরকার, তখন ঘটে আরও চমকপ্রদ ঘটনা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রবি বিষ্ণুই উইকেট থেকে অনেকটা বেরিয়ে এলেও মানকাডিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি হার্শাল, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। শেষ বল থেকে বাই রান নিয়ে আবেশ খান লক্ষ্ণৌকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌর রোমাঞ্চকর জয়ের আগের দিনই এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত পরশু রূপকথার মতো জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। গুজরাট টাইটান্সের বাঁহাতি পেসার যশ দয়ালকে টানা ৫ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেন রিংকু সিং। এমন জয়ের পর সামাজিক মাধ্যমে চলতে থাকে রিংকু বন্দনা। তাতে আইপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি নিজেদের করে নেয় কলকাতা। এই ম্যাচে বিফলে যায় রশিদ খানের হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। আইপিএলের ইতিহাসে যা ২২তম হ্যাটট্রিক।
রশিদের মতো গত পরশু যন্ত্রণায় পুড়েছেন শিখর ধাওয়ানও। দিনের অপর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব কিংস ৯ উইকেটে করে ১৪৩ রান। সতীর্থদের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে। পাঞ্চাবও হেরেছে এই ম্যাচ। ১৭ বল আগে ৮ উইকেটের বিশাল জয় পায় হায়দরাবাদ।
‘চমক’ শব্দ যেন ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেষ ওভারের নাটকীয়তা এখন যেন ‘ডালভাত।’ অবিশ্বাস্য এসব ঘটনা দেখে কেউ কেউ বলছেন এবারের আইপিএল যেন ‘ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ’!
গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শেষ বলে জয়ের দেখা পেয়েছে, যেখানে বেঙ্গালুরুর ২১৩-এর লক্ষ্য তাড়া করতে নেমে একটা পর্যায়ে লক্ষ্ণৌর জয় সহজই মনে হচ্ছিল। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্ণৌর দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। নাটকীয়তার শুরু এখান থেকেই। শেষ ওভার বোলিংয়ে এসে ২ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ম্যাচে ফেরান হার্শাল প্যাটেল। শেষ বলে যখন ১ রান দরকার, তখন ঘটে আরও চমকপ্রদ ঘটনা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রবি বিষ্ণুই উইকেট থেকে অনেকটা বেরিয়ে এলেও মানকাডিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি হার্শাল, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। শেষ বল থেকে বাই রান নিয়ে আবেশ খান লক্ষ্ণৌকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে লক্ষ্ণৌ।
লক্ষ্ণৌর রোমাঞ্চকর জয়ের আগের দিনই এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত পরশু রূপকথার মতো জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। গুজরাট টাইটান্সের বাঁহাতি পেসার যশ দয়ালকে টানা ৫ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দেন রিংকু সিং। এমন জয়ের পর সামাজিক মাধ্যমে চলতে থাকে রিংকু বন্দনা। তাতে আইপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি নিজেদের করে নেয় কলকাতা। এই ম্যাচে বিফলে যায় রশিদ খানের হ্যাটট্রিক। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর—এই তিন ব্যাটারকে ফিরিয়ে আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম হ্যাটট্রিক এনে দেন রশিদ। আইপিএলের ইতিহাসে যা ২২তম হ্যাটট্রিক।
রশিদের মতো গত পরশু যন্ত্রণায় পুড়েছেন শিখর ধাওয়ানও। দিনের অপর ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব কিংস ৯ উইকেটে করে ১৪৩ রান। সতীর্থদের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে। পাঞ্চাবও হেরেছে এই ম্যাচ। ১৭ বল আগে ৮ উইকেটের বিশাল জয় পায় হায়দরাবাদ।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে