Ajker Patrika

লম্বা সময় ধরে ব্যাটিংয়ের মন্ত্র সিডন্সের 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
লম্বা সময় ধরে ব্যাটিংয়ের মন্ত্র সিডন্সের 

তিন ফিফটি আর এক সেঞ্চুরিতে ব্যাটিংয়ে স্বপ্নের একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশা বলতে রান পাননি অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তবে শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্সে দারুণ খুশি ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুই টেস্টে দুইবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার পর ব্যাটারদের কাছে লম্বা সময় উইকেটে থাকার বার্তা ছিল সিডন্সের।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সিডন্সের চাওয়াটা পূরণ করতে পেরেছেন বাংলাদেশ ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল ২১৭ বল খেলেছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় ৫৮ রানের ইনিংসে ১৪২ বল খেলেছেন। শান্ত-মুমিনুল রান করতে না পারলেও ২২ আর ১৯ বল খেলেন। দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস ফিফটি পূর্ণ করা ইনিংসে বল খেলেছেন যথাক্রমে ১৩৪ আর ১১৩ টি। 

দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সিডন্স বলছেন, ‘তামিম-জয় গতকাল যে শুরুটা করেছিল, সেটা আজ পূর্ণতা পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট জায়গাগুলো নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল, টেস্ট খেলার শৃঙ্খলাটা আনা। তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে দারুণ শৃঙ্খলা দেখাচ্ছে।’ 

ব্যাটারদের লম্বা সময় ব্যাটিং করা সিডন্স আরও বলেন, ‘আমরা আগে ভুল করেছি কারণ আমরা সময় নিয়ে ব্যাটিং করিনি। এই টেস্টে একই ভুল যেন না হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছি। তামিম তা শুরু করেছে আর শেষদিকে মুশফিক ধারাবাহিকতাটা ধরে রেখেছে। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করতে হয়। এখানে চাইলেই স্কোর করা যায় না। আমরা চেয়েছিলাম যে ব্যাটারই ব্যাটিংয়ে যাবে যেন ৬ ঘণ্টা ব্যাটিং করে। তামিম সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল। মুশফিক ও লিটন একই পথে আছে। কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে ব্যাটাররা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...