নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
তিন ফিফটি আর এক সেঞ্চুরিতে ব্যাটিংয়ে স্বপ্নের একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশা বলতে রান পাননি অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তবে শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্সে দারুণ খুশি ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুই টেস্টে দুইবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার পর ব্যাটারদের কাছে লম্বা সময় উইকেটে থাকার বার্তা ছিল সিডন্সের।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সিডন্সের চাওয়াটা পূরণ করতে পেরেছেন বাংলাদেশ ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল ২১৭ বল খেলেছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় ৫৮ রানের ইনিংসে ১৪২ বল খেলেছেন। শান্ত-মুমিনুল রান করতে না পারলেও ২২ আর ১৯ বল খেলেন। দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস ফিফটি পূর্ণ করা ইনিংসে বল খেলেছেন যথাক্রমে ১৩৪ আর ১১৩ টি।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সিডন্স বলছেন, ‘তামিম-জয় গতকাল যে শুরুটা করেছিল, সেটা আজ পূর্ণতা পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট জায়গাগুলো নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল, টেস্ট খেলার শৃঙ্খলাটা আনা। তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে দারুণ শৃঙ্খলা দেখাচ্ছে।’
ব্যাটারদের লম্বা সময় ব্যাটিং করা সিডন্স আরও বলেন, ‘আমরা আগে ভুল করেছি কারণ আমরা সময় নিয়ে ব্যাটিং করিনি। এই টেস্টে একই ভুল যেন না হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছি। তামিম তা শুরু করেছে আর শেষদিকে মুশফিক ধারাবাহিকতাটা ধরে রেখেছে। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করতে হয়। এখানে চাইলেই স্কোর করা যায় না। আমরা চেয়েছিলাম যে ব্যাটারই ব্যাটিংয়ে যাবে যেন ৬ ঘণ্টা ব্যাটিং করে। তামিম সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল। মুশফিক ও লিটন একই পথে আছে। কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে ব্যাটাররা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।’
তিন ফিফটি আর এক সেঞ্চুরিতে ব্যাটিংয়ে স্বপ্নের একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশা বলতে রান পাননি অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তবে শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্সে দারুণ খুশি ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুই টেস্টে দুইবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার পর ব্যাটারদের কাছে লম্বা সময় উইকেটে থাকার বার্তা ছিল সিডন্সের।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সিডন্সের চাওয়াটা পূরণ করতে পেরেছেন বাংলাদেশ ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবাল ২১৭ বল খেলেছেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় ৫৮ রানের ইনিংসে ১৪২ বল খেলেছেন। শান্ত-মুমিনুল রান করতে না পারলেও ২২ আর ১৯ বল খেলেন। দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস ফিফটি পূর্ণ করা ইনিংসে বল খেলেছেন যথাক্রমে ১৩৪ আর ১১৩ টি।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সিডন্স বলছেন, ‘তামিম-জয় গতকাল যে শুরুটা করেছিল, সেটা আজ পূর্ণতা পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট জায়গাগুলো নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল, টেস্ট খেলার শৃঙ্খলাটা আনা। তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে দারুণ শৃঙ্খলা দেখাচ্ছে।’
ব্যাটারদের লম্বা সময় ব্যাটিং করা সিডন্স আরও বলেন, ‘আমরা আগে ভুল করেছি কারণ আমরা সময় নিয়ে ব্যাটিং করিনি। এই টেস্টে একই ভুল যেন না হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছি। তামিম তা শুরু করেছে আর শেষদিকে মুশফিক ধারাবাহিকতাটা ধরে রেখেছে। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই ব্যাটিং করতে হয়। এখানে চাইলেই স্কোর করা যায় না। আমরা চেয়েছিলাম যে ব্যাটারই ব্যাটিংয়ে যাবে যেন ৬ ঘণ্টা ব্যাটিং করে। তামিম সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল। মুশফিক ও লিটন একই পথে আছে। কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে ব্যাটাররা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।’
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে