Ajker Patrika

এক ঘণ্টাও টিকল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক ঘণ্টাও টিকল না বাংলাদেশ

চতুর্থ দিন সকালের এক ঘণ্টাও টিকতে পারল না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে সফরকারীরা ৮০ রানে অলআউট হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ হারল ৩৩২ রানের বড় ব্যবধানে। ওয়ানডে সিরিজ জয়ের পর দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হলো মুমিনুল হকের দল। 

তৃতীয় দিনের ২৭ রানে ৩ উইকেট নিয়ে আজ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আর ৫৩ রান যোগ করেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। আজ সকালে একে একে ব্যাটিং ব্যর্থতার গ্লানি টেনেছেন মুশফিকুর রহিম-মুমিনুলরা। কেশব মহারাজের তৃতীয় শিকার হয়ে দিনের দ্বিতীয় ওভারে আউট হন মুশফিক। হারের মুখে থাকা দলের বিপর্যয় ঠেকাতে নেমে অফ স্টাম্পের বাইরের বলটা মুশফিকের ড্রাইভ করতে চাওয়ার মাঝেই অনুমান করা যাচ্ছিল বাংলাদেশ কতক্ষণ টিকতে পারে! 

মুশফিকের পথ অনুসরণ করেছেন মুমিনুল-ইয়াসিররা। উইকেটে নেমেই তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে সবার ব্যাটিংয়ে। আরেকবার বাংলাদেশ ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন মহারাজ। লিটন দাস উইকেটকিপার কাইল ভেরেইনার হাতে স্টাম্পড বানিয়ে টেস্ট ক্যারিয়ারের নবম ৫ উইকেট পূর্ণ করেন এ বাঁহাতি স্পিনার। ১২ ওভারে ৪০ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন মহারাজ। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ১৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। 

স্পিনারদের দিকে হাত বাড়িয়ে দেওয়া পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ইনিংসে পেসারদের ব্যবহারের প্রয়োজন পড়েনি ডিন এলগারের। দুই স্পিনারই শেষ করে দিয়েছেন বাংলাদেশকে। মহারাজের সঙ্গী অফ স্পিনার সাইমন হারমার নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত