ক্রীড়া ডেস্ক
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে মোহাম্মদ গজনফারকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপিতে। তবে তিনি তো আইপিএল থেকেই ছিটকে গেছেন। এবার তাঁর পরিবর্তে মুম্বাই নিয়েছে আফগানিস্তানের আরেক ক্রিকেটার মুজিব উর রহমানকে।
মুজিবকে নেওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ানস আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। মুম্বাই বলেছে, ‘আফগান অফস্পিনার মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তিনি গজনফারের বদলে এসেছেন। চোটে পড়ায় গজনফার ২০২৫ আইপিএল থেকে ছিটকে গেছেন। মুজিব আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা অন্যতম তরুণ এক ক্রিকেটার এবং আইপিএলে ১৭ বছর বয়সে অভিষেক থেকে প্রভাব রাখছেন। গজনফার দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটাই আমরা চাচ্ছি। আর মুজিবকে আমাদের পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাই।’
গজনফারের এলফোর ভার্টেব্রায় চিড় ধরা পড়েছে এবং কমপক্ষে চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। তাতে করে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও খেলা হচ্ছে না আফগান এই রহস্যময় স্পিনারের। এসিবি গত ১২ ফেব্রুয়ারি সেটা নিশ্চিত করেছিল। তাঁর পরিবর্তে নানগায়াল খারোতিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নিয়েছে আফগানরা।
আফগানিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে চোট পেয়েছিলেন গজনফার। ২০২৪-এর ১১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে সফর করেছে আফগানিস্তান। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলেছিল দল দুটি। সেই সিরিজে আফগান স্পিনার তিন ওয়ানডে ও এক টেস্ট খেলেছিলেন।
২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে আফগানিস্তান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি আফগানরা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া দুটি ম্যাচই হবে লাহোরে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে মুজিব ২৫৬ ম্যাচে ৬.৭৫ ইকোনমিতে নিয়েছেন ২৭৫ উইকেট। তবে আইপিএলে সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালে। সেবার মুজিব সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলেছিলেন। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামে মোহাম্মদ গজনফারকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপিতে। তবে তিনি তো আইপিএল থেকেই ছিটকে গেছেন। এবার তাঁর পরিবর্তে মুম্বাই নিয়েছে আফগানিস্তানের আরেক ক্রিকেটার মুজিব উর রহমানকে।
মুজিবকে নেওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ানস আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। মুম্বাই বলেছে, ‘আফগান অফস্পিনার মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তিনি গজনফারের বদলে এসেছেন। চোটে পড়ায় গজনফার ২০২৫ আইপিএল থেকে ছিটকে গেছেন। মুজিব আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা অন্যতম তরুণ এক ক্রিকেটার এবং আইপিএলে ১৭ বছর বয়সে অভিষেক থেকে প্রভাব রাখছেন। গজনফার দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটাই আমরা চাচ্ছি। আর মুজিবকে আমাদের পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাই।’
গজনফারের এলফোর ভার্টেব্রায় চিড় ধরা পড়েছে এবং কমপক্ষে চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। তাতে করে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও খেলা হচ্ছে না আফগান এই রহস্যময় স্পিনারের। এসিবি গত ১২ ফেব্রুয়ারি সেটা নিশ্চিত করেছিল। তাঁর পরিবর্তে নানগায়াল খারোতিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নিয়েছে আফগানরা।
আফগানিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে চোট পেয়েছিলেন গজনফার। ২০২৪-এর ১১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে সফর করেছে আফগানিস্তান। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলেছিল দল দুটি। সেই সিরিজে আফগান স্পিনার তিন ওয়ানডে ও এক টেস্ট খেলেছিলেন।
২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে আফগানিস্তান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি আফগানরা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া দুটি ম্যাচই হবে লাহোরে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে মুজিব ২৫৬ ম্যাচে ৬.৭৫ ইকোনমিতে নিয়েছেন ২৭৫ উইকেট। তবে আইপিএলে সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালে। সেবার মুজিব সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলেছিলেন। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৩ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে