১১৫৬ টেস্ট উইকেট! জিমি অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড গত দেড় দশকে যা করেছেন, তা তো কল্পনাকেও হার মানায়। দুজনকে মিলে ইংল্যান্ডকে যে কতগুলো জয় পাইয়ে দিয়েছেন, ছিটকে যাওয়া ম্যাচে লড়াইয়ে ফিরিয়েছেন; তার ইয়ত্তা নেই।
অ্যাশেজে খেলতে নামার আগে অ্যান্ডারসন-ব্রডকে নিয়েই বেশি ভাবতে হয় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। তবে অজিরা নাকি এবার গোলকধাঁধায় পড়তে চলেছে। ইংলিশ অধিনায়ক জো রুটের মতে, অ্যান্ডারসন-ব্রড নয়, কন্ডিশন বিচারে মহা মর্যাদার টেস্ট সিরিজে তাঁর ‘তুরুপের তাস’ হবেন নবাগত ওলি রবিনসন।
মানে, ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা অ্যান্ডারসন-ব্রড ‘মুখস্থ’ করে পরীক্ষার হলে বসবেন। কিন্তু প্রশ্নপত্রে দেখবেন রবিনসন!
২৮ পেরোনো ডানহাতি পেসার রবিনসনের টেস্ট অভিষেক হয়েছে গত জুনে। এর মধ্যেই তিনি রেখে ফেলেছেন ছাপ। ৫ টেস্টের ক্যারিয়ারে ১৯.৬০ গড়ে ২৮ উইকেট পাওয়া হয়ে গেছে তাঁর। আছে দুবার ৫ উইকেট নেওয়ার কীর্তিও।
ক্যারিয়ারের শুরুতে বিতর্কের জন্ম দিয়ে সমালোচিতও হন রবিনসন। ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবৈষম্যমূলক পোস্টের জেরে সাময়িক নিষিদ্ধও করা হয় তাঁকে। তবে দুঃসময় পেছনে ফেলে মাঠের কাজটা ঠিকই করে চলেছেন তিনি।
ব্রিসবেনের গ্যাবায় বুধবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজের ৭২ তম দ্বৈরথ। তার আগে রুট সতীর্থ রবিনসনকে নিয়ে বললেন, ‘এটা বেশ ইতিবাচক যে অজিরা ওকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে। ও দীর্ঘকায় হওয়ায় রিলিজ পয়েন্টও অনেক উঁচুতে থাকে। অস্ট্রেলিয়ায় যারাই সফল হয়েছে, বিশেষ করে গ্যাবায়; তারা সবাই লম্বা পেসার।’
অস্ট্রেলিয়া ৩ দিন আগেই একাদশ জানিয়ে দিলও রবিনসনের তুখোড় ফর্মে একাদশ সাজানো নিয়ে মধুর সমস্যায় ইংল্যান্ড। এ ব্যাপারে রুটের ভাষ্য, ‘আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কন্ডিশন বিচারে রবিনসন এগিয়ে থাকবে।’
রবিনসনকে নিয়ে আসলেই ভাবছে অস্ট্রেলিয়া। রুটের কথার বাস্তব ভিত্তি মিলল স্টিভেন স্মিথের ভাষ্যেও, ‘ভারত-ইংল্যান্ড সিরিজে আমি খুব কাছ থেকে ওর বোলিং দেখেছি। বুঝতে চেয়েছি কীভাবে সে বল করে, কী করে সাফল্য পায়। মনে হচ্ছে সে আমাদের পরীক্ষায় ফেলবে। আমি ওকে মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছি।’
১১৫৬ টেস্ট উইকেট! জিমি অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড গত দেড় দশকে যা করেছেন, তা তো কল্পনাকেও হার মানায়। দুজনকে মিলে ইংল্যান্ডকে যে কতগুলো জয় পাইয়ে দিয়েছেন, ছিটকে যাওয়া ম্যাচে লড়াইয়ে ফিরিয়েছেন; তার ইয়ত্তা নেই।
অ্যাশেজে খেলতে নামার আগে অ্যান্ডারসন-ব্রডকে নিয়েই বেশি ভাবতে হয় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। তবে অজিরা নাকি এবার গোলকধাঁধায় পড়তে চলেছে। ইংলিশ অধিনায়ক জো রুটের মতে, অ্যান্ডারসন-ব্রড নয়, কন্ডিশন বিচারে মহা মর্যাদার টেস্ট সিরিজে তাঁর ‘তুরুপের তাস’ হবেন নবাগত ওলি রবিনসন।
মানে, ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা অ্যান্ডারসন-ব্রড ‘মুখস্থ’ করে পরীক্ষার হলে বসবেন। কিন্তু প্রশ্নপত্রে দেখবেন রবিনসন!
২৮ পেরোনো ডানহাতি পেসার রবিনসনের টেস্ট অভিষেক হয়েছে গত জুনে। এর মধ্যেই তিনি রেখে ফেলেছেন ছাপ। ৫ টেস্টের ক্যারিয়ারে ১৯.৬০ গড়ে ২৮ উইকেট পাওয়া হয়ে গেছে তাঁর। আছে দুবার ৫ উইকেট নেওয়ার কীর্তিও।
ক্যারিয়ারের শুরুতে বিতর্কের জন্ম দিয়ে সমালোচিতও হন রবিনসন। ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবৈষম্যমূলক পোস্টের জেরে সাময়িক নিষিদ্ধও করা হয় তাঁকে। তবে দুঃসময় পেছনে ফেলে মাঠের কাজটা ঠিকই করে চলেছেন তিনি।
ব্রিসবেনের গ্যাবায় বুধবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজের ৭২ তম দ্বৈরথ। তার আগে রুট সতীর্থ রবিনসনকে নিয়ে বললেন, ‘এটা বেশ ইতিবাচক যে অজিরা ওকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে। ও দীর্ঘকায় হওয়ায় রিলিজ পয়েন্টও অনেক উঁচুতে থাকে। অস্ট্রেলিয়ায় যারাই সফল হয়েছে, বিশেষ করে গ্যাবায়; তারা সবাই লম্বা পেসার।’
অস্ট্রেলিয়া ৩ দিন আগেই একাদশ জানিয়ে দিলও রবিনসনের তুখোড় ফর্মে একাদশ সাজানো নিয়ে মধুর সমস্যায় ইংল্যান্ড। এ ব্যাপারে রুটের ভাষ্য, ‘আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কন্ডিশন বিচারে রবিনসন এগিয়ে থাকবে।’
রবিনসনকে নিয়ে আসলেই ভাবছে অস্ট্রেলিয়া। রুটের কথার বাস্তব ভিত্তি মিলল স্টিভেন স্মিথের ভাষ্যেও, ‘ভারত-ইংল্যান্ড সিরিজে আমি খুব কাছ থেকে ওর বোলিং দেখেছি। বুঝতে চেয়েছি কীভাবে সে বল করে, কী করে সাফল্য পায়। মনে হচ্ছে সে আমাদের পরীক্ষায় ফেলবে। আমি ওকে মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছি।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৫ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৭ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৮ ঘণ্টা আগে