Ajker Patrika

গুজরাটের বিধ্বস্ত দয়ালকে সান্ত্বনা দিল কলকাতা

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২: ৪৩
গুজরাটের বিধ্বস্ত দয়ালকে সান্ত্বনা দিল কলকাতা

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল গুজরাট টাইটান্সের জয়ের মঞ্চ একরকম প্রস্তুত করাই ছিল। কিন্তু শেষ মুহূর্তের ঝড়ে সবকিছু ওলট-পালট হয়ে যায়। রিংকু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জেতার পর বেধড়ক পিটুনি খাওয়া যশ দয়ালকে সান্ত্বনা দিয়েছে কলকাতা।

কলকাতার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। বোলিং করতে আসেন গুজরাটের বাঁহাতি পেসার দয়াল। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। আর শেষ পাঁচ বলে রিংকুর পাঁচ ছক্কায় কলকাতা পায় রূপকথার এক জয়। অন্যদিকে নিশ্চিত জেতা ম্যাচ হারার হতাশা স্বাভাবিকভাবেই কাজ করেছিল দয়ালের। হয়তো ঘুমের ঘোরেও রিংকুর হাতে ধোলাই খাওয়ার ‘দুঃস্বপ্ন’ তাড়া করেছে দয়ালকে। গুজরাটের এই বাঁহাতি পেসারকে সান্ত্বনা জানিয়ে কলকাতা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘একটা দিন এমন খারাপ যেতেই পারে। সেরা খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। যশ দয়াল তুমি চ্যাম্পিয়ন। আরও দারুণভাবে তুমি ফিরে আসবে।’

শেষ ওভারে ৩১ রান দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখান দয়াল। ৪ ওভার বোলিং করে ৬৯ রান দিয়েছেন গুজরাটের এই বাঁহাতি পেসার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড বাসিল থাম্পি। ২০১৮ তে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন থাম্পি। থাম্পি খেলেছিলেন হায়দরাবাদের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত