আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল গুজরাট টাইটান্সের জয়ের মঞ্চ একরকম প্রস্তুত করাই ছিল। কিন্তু শেষ মুহূর্তের ঝড়ে সবকিছু ওলট-পালট হয়ে যায়। রিংকু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জেতার পর বেধড়ক পিটুনি খাওয়া যশ দয়ালকে সান্ত্বনা দিয়েছে কলকাতা।
কলকাতার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। বোলিং করতে আসেন গুজরাটের বাঁহাতি পেসার দয়াল। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। আর শেষ পাঁচ বলে রিংকুর পাঁচ ছক্কায় কলকাতা পায় রূপকথার এক জয়। অন্যদিকে নিশ্চিত জেতা ম্যাচ হারার হতাশা স্বাভাবিকভাবেই কাজ করেছিল দয়ালের। হয়তো ঘুমের ঘোরেও রিংকুর হাতে ধোলাই খাওয়ার ‘দুঃস্বপ্ন’ তাড়া করেছে দয়ালকে। গুজরাটের এই বাঁহাতি পেসারকে সান্ত্বনা জানিয়ে কলকাতা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘একটা দিন এমন খারাপ যেতেই পারে। সেরা খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। যশ দয়াল তুমি চ্যাম্পিয়ন। আরও দারুণভাবে তুমি ফিরে আসবে।’
শেষ ওভারে ৩১ রান দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখান দয়াল। ৪ ওভার বোলিং করে ৬৯ রান দিয়েছেন গুজরাটের এই বাঁহাতি পেসার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড বাসিল থাম্পি। ২০১৮ তে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন থাম্পি। থাম্পি খেলেছিলেন হায়দরাবাদের হয়ে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল গুজরাট টাইটান্সের জয়ের মঞ্চ একরকম প্রস্তুত করাই ছিল। কিন্তু শেষ মুহূর্তের ঝড়ে সবকিছু ওলট-পালট হয়ে যায়। রিংকু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জেতার পর বেধড়ক পিটুনি খাওয়া যশ দয়ালকে সান্ত্বনা দিয়েছে কলকাতা।
কলকাতার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। বোলিং করতে আসেন গুজরাটের বাঁহাতি পেসার দয়াল। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। আর শেষ পাঁচ বলে রিংকুর পাঁচ ছক্কায় কলকাতা পায় রূপকথার এক জয়। অন্যদিকে নিশ্চিত জেতা ম্যাচ হারার হতাশা স্বাভাবিকভাবেই কাজ করেছিল দয়ালের। হয়তো ঘুমের ঘোরেও রিংকুর হাতে ধোলাই খাওয়ার ‘দুঃস্বপ্ন’ তাড়া করেছে দয়ালকে। গুজরাটের এই বাঁহাতি পেসারকে সান্ত্বনা জানিয়ে কলকাতা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘একটা দিন এমন খারাপ যেতেই পারে। সেরা খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। যশ দয়াল তুমি চ্যাম্পিয়ন। আরও দারুণভাবে তুমি ফিরে আসবে।’
শেষ ওভারে ৩১ রান দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখান দয়াল। ৪ ওভার বোলিং করে ৬৯ রান দিয়েছেন গুজরাটের এই বাঁহাতি পেসার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড বাসিল থাম্পি। ২০১৮ তে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন থাম্পি। থাম্পি খেলেছিলেন হায়দরাবাদের হয়ে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে