Ajker Patrika

মোস্তাফিজকে ওয়ার্নার বললেন, আমি তোমাকে ভালোবাসি

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৯: ০২
মোস্তাফিজকে ওয়ার্নার বললেন, আমি তোমাকে ভালোবাসি

মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেললেও তাদের সম্পর্কে যে এতটুকুও ছেদ পড়েনি, সেটি বোঝা গেল টিম বাসে এই দুজনের খুনসুটি দেখে। মোস্তাফিজের সঙ্গে বাংলায় হাসি-তামাশায় মেতে থাকতে দেখা যায় অস্ট্রেলিয়ান ওপেনারকে। 

প্রথম তিন ম্যাচের দুটিতে হারলেও আজ ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছেন মোস্তাফিজ-ওয়ার্নাররা। টিম বাসে দুজনের খুনসুটিও সেটিই বলছে। মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানান। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্ব শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো করতে পারেনি তাদের দল দিল্লি । হেরেছে প্রথম দুই ম্যাচেই। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হারের বৃত্ত ভাঙতে কলকাতার বিপক্ষে লড়ছে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ বিনা উইকেটে ৯৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত