Ajker Patrika

সেরা ছন্দের মোস্তাফিজকে খেলা কঠিন

সারোয়ার ইমরান
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭: ৩০
সেরা ছন্দের মোস্তাফিজকে খেলা কঠিন

এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দেখেছি, সব মিলিয়ে এই টুর্নামেন্টে সে ভালো করেছে। কিছু কিছু জায়গায় যদিও আরও ভালো করার সুযোগ আছে। ব্যাটারদের মানসিকতা ঠিকঠাক বুঝতে পারলে তার যে দক্ষতা ও বৈচিত্র্য আছে, সে এই টি–টোয়েন্টি বিশ্বকাপে সত্যি ভয়ংকর হয়ে উঠতে পারে।

সেরা ছন্দে থাকলে মোস্তাফিজকে খেলা খুব কঠিন হয়ে যাবে। তবে একটি জায়গায় তার একটু ঘাটতি চোখে পড়েছে। মোস্তাফিজ অনেক সময় ব্যাটারদের আচরণ ধরতে পারে না, ব্যাটার বুঝে বোলিং করে না! এই জায়গাগুলোয় সে দ্রুত উন্নতি করতে পারলে তার বল খেলা আরও কঠিন হয়ে যাবে। কোনো ব্যাটার তার বিপক্ষে সুবিধা করতে পারবে না।

এই আইপিএলে দু-এক ম্যাচে হয়তো মোস্তাফিজ কিছুটা খরুচে ছিল। এক–দুটি ম্যাচে রান দিয়েছে, এটা নিয়ে যদিও বিশেষ ভাবনার কিছু নেই। আমাদের এখন সেরা ছন্দের মোস্তাফিজকেই বেশি প্রয়োজন। অনূর্ধ্ব ১৮-১৯ থেকে জাতীয় দলে আসা পর্যন্ত দেড় বছর সে আমার সঙ্গে কাজ করেছে। তারপর আবাহনীতে আমার অধীনে খেলেছে। তখন তার স্লোয়ারটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওর গতিটাও দারুণ ছিল। ঘণ্টায় ১৩৫–১৪০ কিলোমিটার গতিতে তখন সে নিয়মিত বল করতে পারত। তবে সবচেয়ে ভয়ংকর ছিল তার স্লোয়ারটা।

মোস্তাফিজের স্লোয়ারটা তখন বোঝার ক্ষমতা কম ব্যাটারেরই ছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে। সে এখন পরিচিত। অনেকেই এখন ভিডিও দেখে বিশ্লেষণ করে মোস্তাফিজের কৌশল কিছুটা ধরে ফেলেছে। কীভাবে স্লোয়ার দেয় সেটা অনেক ব্যাটারই জানে। তবে একটা জায়গায় এখনো সে বেশি সুবিধাজনক অবস্থায় আছে। এখন পর্যন্ত তার স্লোয়ার আর জোরে বলের অ্যাকশন প্রায় একই রকম। এ কারণে ব্যাটাররা অনেক বিশ্লেষণ করেও তাকে ঠিকঠাক খেলতে পারে না। তবে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যে মোস্তাফিজের ভিডিও বিশ্লেষণের পর অনেক ব্যাটারই উন্নতি করেছে।

আরেকটা জায়গা বেশ চ্যালেঞ্জিং মনে হয়। সেটা হচ্ছে, ডানহাতি ব্যাটারদের জন্য বল ভেতরে আনা, যেটা এখনো মোস্তাফিজ খুব ভালো পারছে না। তাকে এই জায়গায় উন্নতি করতে হবে। এই কাজ করতে পারলে মোস্তাফিজ আশা করি দারুণ কিছু করতে পারবে। ব্যাটারদের পড়তে পারা, তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানা এবং সে অনুযায়ী বল করা—এই জায়গাগুলোতে মোস্তাফিজ যদি নিজের সেরাটা দিতে পারে, টুর্নামেন্টে সে খুব ভালো করবে বলে আমার বিশ্বাস। 

সারোয়ার ইমরান, সাবেক কোচ, বাংলাদেশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত