সারোয়ার ইমরান
এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দেখেছি, সব মিলিয়ে এই টুর্নামেন্টে সে ভালো করেছে। কিছু কিছু জায়গায় যদিও আরও ভালো করার সুযোগ আছে। ব্যাটারদের মানসিকতা ঠিকঠাক বুঝতে পারলে তার যে দক্ষতা ও বৈচিত্র্য আছে, সে এই টি–টোয়েন্টি বিশ্বকাপে সত্যি ভয়ংকর হয়ে উঠতে পারে।
সেরা ছন্দে থাকলে মোস্তাফিজকে খেলা খুব কঠিন হয়ে যাবে। তবে একটি জায়গায় তার একটু ঘাটতি চোখে পড়েছে। মোস্তাফিজ অনেক সময় ব্যাটারদের আচরণ ধরতে পারে না, ব্যাটার বুঝে বোলিং করে না! এই জায়গাগুলোয় সে দ্রুত উন্নতি করতে পারলে তার বল খেলা আরও কঠিন হয়ে যাবে। কোনো ব্যাটার তার বিপক্ষে সুবিধা করতে পারবে না।
এই আইপিএলে দু-এক ম্যাচে হয়তো মোস্তাফিজ কিছুটা খরুচে ছিল। এক–দুটি ম্যাচে রান দিয়েছে, এটা নিয়ে যদিও বিশেষ ভাবনার কিছু নেই। আমাদের এখন সেরা ছন্দের মোস্তাফিজকেই বেশি প্রয়োজন। অনূর্ধ্ব ১৮-১৯ থেকে জাতীয় দলে আসা পর্যন্ত দেড় বছর সে আমার সঙ্গে কাজ করেছে। তারপর আবাহনীতে আমার অধীনে খেলেছে। তখন তার স্লোয়ারটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওর গতিটাও দারুণ ছিল। ঘণ্টায় ১৩৫–১৪০ কিলোমিটার গতিতে তখন সে নিয়মিত বল করতে পারত। তবে সবচেয়ে ভয়ংকর ছিল তার স্লোয়ারটা।
মোস্তাফিজের স্লোয়ারটা তখন বোঝার ক্ষমতা কম ব্যাটারেরই ছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে। সে এখন পরিচিত। অনেকেই এখন ভিডিও দেখে বিশ্লেষণ করে মোস্তাফিজের কৌশল কিছুটা ধরে ফেলেছে। কীভাবে স্লোয়ার দেয় সেটা অনেক ব্যাটারই জানে। তবে একটা জায়গায় এখনো সে বেশি সুবিধাজনক অবস্থায় আছে। এখন পর্যন্ত তার স্লোয়ার আর জোরে বলের অ্যাকশন প্রায় একই রকম। এ কারণে ব্যাটাররা অনেক বিশ্লেষণ করেও তাকে ঠিকঠাক খেলতে পারে না। তবে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যে মোস্তাফিজের ভিডিও বিশ্লেষণের পর অনেক ব্যাটারই উন্নতি করেছে।
আরেকটা জায়গা বেশ চ্যালেঞ্জিং মনে হয়। সেটা হচ্ছে, ডানহাতি ব্যাটারদের জন্য বল ভেতরে আনা, যেটা এখনো মোস্তাফিজ খুব ভালো পারছে না। তাকে এই জায়গায় উন্নতি করতে হবে। এই কাজ করতে পারলে মোস্তাফিজ আশা করি দারুণ কিছু করতে পারবে। ব্যাটারদের পড়তে পারা, তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানা এবং সে অনুযায়ী বল করা—এই জায়গাগুলোতে মোস্তাফিজ যদি নিজের সেরাটা দিতে পারে, টুর্নামেন্টে সে খুব ভালো করবে বলে আমার বিশ্বাস।
সারোয়ার ইমরান, সাবেক কোচ, বাংলাদেশ
এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দেখেছি, সব মিলিয়ে এই টুর্নামেন্টে সে ভালো করেছে। কিছু কিছু জায়গায় যদিও আরও ভালো করার সুযোগ আছে। ব্যাটারদের মানসিকতা ঠিকঠাক বুঝতে পারলে তার যে দক্ষতা ও বৈচিত্র্য আছে, সে এই টি–টোয়েন্টি বিশ্বকাপে সত্যি ভয়ংকর হয়ে উঠতে পারে।
সেরা ছন্দে থাকলে মোস্তাফিজকে খেলা খুব কঠিন হয়ে যাবে। তবে একটি জায়গায় তার একটু ঘাটতি চোখে পড়েছে। মোস্তাফিজ অনেক সময় ব্যাটারদের আচরণ ধরতে পারে না, ব্যাটার বুঝে বোলিং করে না! এই জায়গাগুলোয় সে দ্রুত উন্নতি করতে পারলে তার বল খেলা আরও কঠিন হয়ে যাবে। কোনো ব্যাটার তার বিপক্ষে সুবিধা করতে পারবে না।
এই আইপিএলে দু-এক ম্যাচে হয়তো মোস্তাফিজ কিছুটা খরুচে ছিল। এক–দুটি ম্যাচে রান দিয়েছে, এটা নিয়ে যদিও বিশেষ ভাবনার কিছু নেই। আমাদের এখন সেরা ছন্দের মোস্তাফিজকেই বেশি প্রয়োজন। অনূর্ধ্ব ১৮-১৯ থেকে জাতীয় দলে আসা পর্যন্ত দেড় বছর সে আমার সঙ্গে কাজ করেছে। তারপর আবাহনীতে আমার অধীনে খেলেছে। তখন তার স্লোয়ারটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওর গতিটাও দারুণ ছিল। ঘণ্টায় ১৩৫–১৪০ কিলোমিটার গতিতে তখন সে নিয়মিত বল করতে পারত। তবে সবচেয়ে ভয়ংকর ছিল তার স্লোয়ারটা।
মোস্তাফিজের স্লোয়ারটা তখন বোঝার ক্ষমতা কম ব্যাটারেরই ছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে। সে এখন পরিচিত। অনেকেই এখন ভিডিও দেখে বিশ্লেষণ করে মোস্তাফিজের কৌশল কিছুটা ধরে ফেলেছে। কীভাবে স্লোয়ার দেয় সেটা অনেক ব্যাটারই জানে। তবে একটা জায়গায় এখনো সে বেশি সুবিধাজনক অবস্থায় আছে। এখন পর্যন্ত তার স্লোয়ার আর জোরে বলের অ্যাকশন প্রায় একই রকম। এ কারণে ব্যাটাররা অনেক বিশ্লেষণ করেও তাকে ঠিকঠাক খেলতে পারে না। তবে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যে মোস্তাফিজের ভিডিও বিশ্লেষণের পর অনেক ব্যাটারই উন্নতি করেছে।
আরেকটা জায়গা বেশ চ্যালেঞ্জিং মনে হয়। সেটা হচ্ছে, ডানহাতি ব্যাটারদের জন্য বল ভেতরে আনা, যেটা এখনো মোস্তাফিজ খুব ভালো পারছে না। তাকে এই জায়গায় উন্নতি করতে হবে। এই কাজ করতে পারলে মোস্তাফিজ আশা করি দারুণ কিছু করতে পারবে। ব্যাটারদের পড়তে পারা, তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানা এবং সে অনুযায়ী বল করা—এই জায়গাগুলোতে মোস্তাফিজ যদি নিজের সেরাটা দিতে পারে, টুর্নামেন্টে সে খুব ভালো করবে বলে আমার বিশ্বাস।
সারোয়ার ইমরান, সাবেক কোচ, বাংলাদেশ
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
২২ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে