Ajker Patrika

করোনায় আক্রান্ত বুন, আইসোলেশনে ইংল্যান্ডের প্রধান কোচ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৩
করোনায় আক্রান্ত বুন, আইসোলেশনে ইংল্যান্ডের প্রধান কোচ

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলের সঙ্গে থাকতে পারবেন না প্রধান কোচ ক্রিস সিলভারউড। তাকে থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে।  এদিকে ম্যাচ রেফারি ডেভিড বুনেরও করোনা পজেটিভ এসেছে। চতুর্থ টেস্টে থাকতে পারবেন না তিনিও। 

সিলভারউডের বিষয়টি অবশ্য বুনের মতো নয়। তাঁর পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় তাঁকে আইসোলেশনে থাকতে হচ্ছে। এমনিতেই টানা তিন টেস্ট হারে অ্যাশেজ খুইয়েছে জো রুটের দল। এখন আবার তারা পাচ্ছে না দলের প্রধান কোচকেও। 

পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন ইংলিশরা। ইংল্যান্ডের প্রধান কোচ সিলভারউডও তার পরিবার নিয়ে গেছেন। তাঁর পরিবারের এক সদস্যের সর্বশেষ পিসিআর টেস্টে পজিটিভ এসেছে। পরিবারের সবাইকে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট খেলতে ইংল্যান্ড দল সিডনিতে গেলেও মেলবোর্নেই থাকতে হচ্ছে সিলভারউডকে। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৫ জানুয়ারি শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। এর আগে প্রথম তিন টেস্টের সবগুলোতেই অসহায় আত্মসমর্পণ করেছে রুটের দল। সঙ্গে করোনার হানায় রীতিমতো বিপর্যস্ত সফরকারীরা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত