Ajker Patrika

মুমিনুল জানালেন, বাংলাদেশ কেন হেরেছে

মুমিনুল জানালেন, বাংলাদেশ কেন হেরেছে

ঢাকা: আরও একটি অসহায় আত্মসমাপর্ণ বাংলাদেশ দলের। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হেরেছেন মুমিনুলরা। বাংলাদেশ সিরিজটা হেরেছে ১–০ ব্যবধানে। এই টেস্ট দিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ কেন দ্বিতীয় টেস্টে পথ হারিয়ে ফেলেছে, সে ব্যাখ্যায় অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস হারাটাই তাঁদের পিছিয়ে দিয়েছে অনেক।

দিনের তৃতীয় ওভারে প্রবীণ জয়বিক্রমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস (১৭)। লঙ্কান ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্যে মিরাজ যা একটু খেলেছিলেন। মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের পরাজয় হয়ে সময়ের ব্যাপার দাঁড়ায়। এভাবে অসহায় আত্মসমাপর্ণের ব্যাখ্যায় মুমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার আবহাওয়া প্রায় একই, যা একটু পার্থক্য আর্দ্রতায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টস। ম্যাচের অর্ধেকটা নির্ধারণ করে দিয়েছে টসই ।’

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানও ভালো শুরু এনে দিয়েছিলেন। দুজনের ওপেনিং জুটিতে এসেছিল ৯৮ রান। ৩৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। মুমিনুল এই ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে আপনাকে চাপ নিতে হবে। প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েই ম্যাচটা হেরে গিয়েছি। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত