ক্রীড়া ডেস্ক
কলম্বোয় কয়েকটি মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। আরেকটি ক্যাচ-স্ট্যাম্পিং করলেই উইকেটকিপার হিসেবে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন লিটন দাস। ১৯ রান করলে টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে মুমিনুল হক হবেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া আর আরও কয়েকটি মাইলফলক হতে পারে। দেখে নিতে পারেন সেগুলো।
১১৪
টেস্টে উইকেটকিপার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ৯৯ ইনিংসে ১১৩টি ডিসমিসাল তাঁর। গল টেস্টে তাঁর পাশে বসেন আরেক উইকেটকিপার লিটন দাস। মাত্র ৬৪ ইনিংসে মুশফিককে ছুঁয়ে ফেলেন তিনি। কলম্বো টেস্টে আরেকটি ডিসমিসাল (ক্যাচ-স্ট্যাম্পিং) করলেই সবার ওপরে বসবেন লিটন।
২
২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুশফিক (১৫৫৮)।
১৯
আর ১৯ রান করলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুমিনুল হক (৪৫৯১)।
৩৪
কলম্বো টেস্টে ৩৪ রান করলে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৯১৪) ছাড়িয়ে যাবেন লিটন (২৮৮১)। আর ১৪৬ রান করতে পারলে হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠবেন।
৫
৫ উইকেট পেলে টেস্টে বাংলাদেশের ৭ম ক্রিকেটার হিসেবে উইকেটের ফিফটি করবেন নাঈম হাসান। স্পিনার হিসেবে পঞ্চম হবেন।
৯
তাইজুল ইসলাম যদি ৯ উইকেট নিতে পারেন, সাকিবকে ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তিনি। সাকিব নিয়েছেন ৪২ উইকেট, তাইজুলের এখন ৩৪ উইকেট।
কলম্বোয় কয়েকটি মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। আরেকটি ক্যাচ-স্ট্যাম্পিং করলেই উইকেটকিপার হিসেবে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন লিটন দাস। ১৯ রান করলে টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে মুমিনুল হক হবেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া আর আরও কয়েকটি মাইলফলক হতে পারে। দেখে নিতে পারেন সেগুলো।
১১৪
টেস্টে উইকেটকিপার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ৯৯ ইনিংসে ১১৩টি ডিসমিসাল তাঁর। গল টেস্টে তাঁর পাশে বসেন আরেক উইকেটকিপার লিটন দাস। মাত্র ৬৪ ইনিংসে মুশফিককে ছুঁয়ে ফেলেন তিনি। কলম্বো টেস্টে আরেকটি ডিসমিসাল (ক্যাচ-স্ট্যাম্পিং) করলেই সবার ওপরে বসবেন লিটন।
২
২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুশফিক (১৫৫৮)।
১৯
আর ১৯ রান করলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুমিনুল হক (৪৫৯১)।
৩৪
কলম্বো টেস্টে ৩৪ রান করলে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৯১৪) ছাড়িয়ে যাবেন লিটন (২৮৮১)। আর ১৪৬ রান করতে পারলে হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠবেন।
৫
৫ উইকেট পেলে টেস্টে বাংলাদেশের ৭ম ক্রিকেটার হিসেবে উইকেটের ফিফটি করবেন নাঈম হাসান। স্পিনার হিসেবে পঞ্চম হবেন।
৯
তাইজুল ইসলাম যদি ৯ উইকেট নিতে পারেন, সাকিবকে ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তিনি। সাকিব নিয়েছেন ৪২ উইকেট, তাইজুলের এখন ৩৪ উইকেট।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৫ ঘণ্টা আগে