Ajker Patrika

আসল কাজে ফিরলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪: ৩৩
আসল কাজে ফিরলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ছুটিতে যান সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরেও ছুটিতে ছিলেন তিনি। মাঠের ক্রিকেটে না থাকলেও এই সময়ে বেশ আলোচনায় ছিলেন এই অলরাউন্ডার। গত কয়েক দিন তাঁকে ঘিরেই দেশের ক্রিকেটে বিতর্কের যে ঝড় বয়ে গেছে, সেটা থেমেছে গতকালই। আর ঝড় শেষে নিজের আসল কাজে ফিরেছেন তিনি। 

মিরপুরে সাকিবের ব্যক্তিগত গাড়িতেই বেশির ভাগ সময় দেখা মেলে। তবে আজ এলেন ভিন্ন এক গাড়িতে। হয়তো সংবাদকর্মীদের চোখের আড়ালে থাকতেই এমন পরিকল্পনা তাঁর। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি গাড়িতে মাঠে এসেছিলেন তিনি। 

সকাল সাড়ে ১০টায় মাঠে প্রবেশ করেন সাকিব। এরপর একাডেমি মাঠে মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করেন তিনি। ১১টার দিকে শেরেবাংলার মূল মাঠে প্রবেশ করেন তিনি। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধা ঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেছেন। 

মাঠে ফিরেই ফিটনেস নিয়ে কাজ করলেন সাকিব।যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গতকাল ইনডোরে আসার কথা ছিল তাঁর। সাকিব আসবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ইনডোরের কর্মীরাও ৷ তবে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের জন্য আর মাঠে আসা হয়নি তাঁর। 

সাকিব মাঠের মানুষ। বাইরে যতই আলোচনা হোক, ঠিক সময়েই মাঠে দেখা যায় তাঁকে। মাঠের বাইরের আলোচনা-সমালোচনা মাঠে এলেই ভুলে যান তিনি। নিজেকে প্রাণবন্ত করে রাখেন অনুশীলনেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত