Ajker Patrika

৮ বছর পর ফিরেই বিজয়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৮ বছর পর ফিরেই বিজয়ের রেকর্ড

সেন্ট লুসিয়া টেস্ট খেলে দল থেকে বাদ পড়েছিলেন এনামুল হক বিজয়। সেই সেন্ট লুসিয়া দিয়েই বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন তিনি। প্রায় আট বছর পর প্রত্যাবর্তনেই বিজয় গড়ে ফেললেন রেকর্ড।

বিজয়ের সর্বশেষ খেলা টেস্ট থেকে এই টেস্টের ব্যবধান ৭ বছর ৯ মাস ১১ দিন। বাংলাদেশের কোনো টেস্ট খেলোয়াড়ের এটিই সবচেয়ে বেশি সময় পর দলে ফেরার (দুই টেস্টের মধ্যকার ব্যবধান) রেকর্ড। 

এ প্রতিবেদন লেখার মুহূর্তে ব্যাটিংয়ে নেমে গেছেন বিজয়। ৮ বল খেলে করেছেন ৫ রান। বাউন্ডারি মেরে টেস্টে নতুন যাত্রা শুরু করেন তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে দল থেকে বাদ পড়েছিলেন বিজয়। মাত্র ৪ টেস্ট খেলার অভিজ্ঞতাকে সঙ্গী করে বাদ পড়েন তিনি। এরপর সময় গড়ালেও দলে ঠাঁই মেলেনি তাঁর। বাজে ব্যাটিং গড় ও দলের সেটআপের সঙ্গে না মেলায় এত দিন সুযোগ আসেনি এই ব্যাটারের। 

দ্বিতীয় রেকর্ডটি পেসার নাজমুল হোসেনের। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর টেস্ট অভিষেকের পর নিজের দ্বিতীয় টেস্ট খেলেন ১৭ ডিসেম্বর ২০১১ সালে। সময়ে হিসেবে ৭ বছর পর তিনি ফিরেছিলেন জাতীয় দলে। 

ব্যর্থতার চোরাবালিতে আটকা মুমিনুল হকের বদলে দলে ফেরা বিজয়ের টেস্ট ক্যারিয়ার একেবারেই বিবর্ণ। ৪ টেস্টে ৯.১২ গড়ে করেছেন মাত্র ৭৩ রান। 

এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে (জাতীয় লিগ ও বিসিএল) ১৫ ইনিংসে ২৮.২৮ গড়ে বিজয়ের রান ৩৯৬। তবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড ১১৩৮ রান নির্বাচকদের মন গলাতে মুখ্য ভূমিকা রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত