Ajker Patrika

৩ বছর পর সুযোগ পেয়েও অবসরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১১: ৪৭
৩ বছর পর সুযোগ পেয়েও অবসরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার

ব্যতিক্রম কিছুই যেন করলেন শেন ডাওরিচ। ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেলেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর মতো এমন ঘটনা আগে ঘটেছে কি না, তা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ক্রিকেটে যদি কখনো ঘটেও থাকে, তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেনি। বাংলাদেশি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ যেমন প্রায় এক বছর পর টেস্টে সুযোগ পেয়ে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে ওই সংস্করণে অবসর নেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পুনরায় সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেলেই অবসর নেওয়ার ঘটনা, সেটিও আবার সব সংস্করণ থেকেই—এমন ঘটনা জানা নেই।

দ্বিতীয়বার ক্যারিয়ার রাঙানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ডাওরিচ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হয়ে আবারও সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার। আগামী রোববার হয়তো প্রথম ওয়ানডেতে মাঠেও নামার সুযোগ পেতে পারতেন, কিন্তু এমন সুযোগ কাজে লাগালেন না তিনি।

উল্টো হঠাৎ করেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডাওরিচ। তাঁর এমন সিদ্ধান্তে হতবাকই হওয়ার কথা ক্রিকেট বিশ্বের। কেননা, দলে সুযোগ পেয়ে অন্যরা যখন ক্যারিয়ার দীর্ঘায়িত করার চেষ্টা করেন, তখন কিনা ডাওরিচ অবসর নিয়ে নিলেন। তাঁর ওয়ানডে সংস্করণের ক্যারিয়ার বিবেচনা খুবই অবাক করার মতো ঘটনা। মাত্র একটি ওয়ানডেই যে খেলেছেন তিনি।

সেটিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে প্রায় চার বছর আগে। আর সর্বশেষ দলের হয়ে টেস্টে খেলেছেন প্রায় তিন বছর আগে। দীর্ঘ কয়েক বছর পর সুযোগ পাওয়াটা তাই কাজে লাগানোর কথাই ছিল ডাওরিচের। সঙ্গে নিজেকে পুনরায় প্রমাণ করারও। বয়স ৩২ হওয়ায় আরও কয়েক বছর নিশ্চিতভাবেই খেলা চালিয়ে যেতে পারতেন ডাওরিচ।

কী কারণে অবসর নিয়েছেন ডাওরিচ, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে তাঁর সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ ছিল না, তা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ক্যারিবিয়ানদের হয়ে অবদান রাখার জন্য তাঁকে ধন্যবাদ এবং আগামী দিনের শুভকামনা জানিয়ে সিডব্লিউআইয়ের পরিচালক মাইলস বাসকম্ব বলেছেন, ‘সে একজন সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী ক্রিকেটার ছিল। সব সময় স্ট্যাম্পের সামনে এবং পেছনে তার সর্বোচ্চ দিয়েছ। আমরা তার অবসরের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ায় আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। সঙ্গে দলে অবদান রাখার জন্য শেনকে ধন্যবাদ।’ 

 ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডাওরিচের। দীর্ঘ আট বছরের ক্যারিয়ার একমাত্র ওয়ানডের বিপরীতে ৩৫ টেস্ট খেলেছেন তিনি। ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটির বিপরীতে ১৫৭০ রান করেছেন দীর্ঘ সংস্করণে। আর এক ওয়ানডে খেলে করতে পেরেছেন ৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত