ব্যতিক্রম কিছুই যেন করলেন শেন ডাওরিচ। ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেলেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর মতো এমন ঘটনা আগে ঘটেছে কি না, তা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ক্রিকেটে যদি কখনো ঘটেও থাকে, তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেনি। বাংলাদেশি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ যেমন প্রায় এক বছর পর টেস্টে সুযোগ পেয়ে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে ওই সংস্করণে অবসর নেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পুনরায় সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেলেই অবসর নেওয়ার ঘটনা, সেটিও আবার সব সংস্করণ থেকেই—এমন ঘটনা জানা নেই।
দ্বিতীয়বার ক্যারিয়ার রাঙানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ডাওরিচ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হয়ে আবারও সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার। আগামী রোববার হয়তো প্রথম ওয়ানডেতে মাঠেও নামার সুযোগ পেতে পারতেন, কিন্তু এমন সুযোগ কাজে লাগালেন না তিনি।
উল্টো হঠাৎ করেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডাওরিচ। তাঁর এমন সিদ্ধান্তে হতবাকই হওয়ার কথা ক্রিকেট বিশ্বের। কেননা, দলে সুযোগ পেয়ে অন্যরা যখন ক্যারিয়ার দীর্ঘায়িত করার চেষ্টা করেন, তখন কিনা ডাওরিচ অবসর নিয়ে নিলেন। তাঁর ওয়ানডে সংস্করণের ক্যারিয়ার বিবেচনা খুবই অবাক করার মতো ঘটনা। মাত্র একটি ওয়ানডেই যে খেলেছেন তিনি।
সেটিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে প্রায় চার বছর আগে। আর সর্বশেষ দলের হয়ে টেস্টে খেলেছেন প্রায় তিন বছর আগে। দীর্ঘ কয়েক বছর পর সুযোগ পাওয়াটা তাই কাজে লাগানোর কথাই ছিল ডাওরিচের। সঙ্গে নিজেকে পুনরায় প্রমাণ করারও। বয়স ৩২ হওয়ায় আরও কয়েক বছর নিশ্চিতভাবেই খেলা চালিয়ে যেতে পারতেন ডাওরিচ।
কী কারণে অবসর নিয়েছেন ডাওরিচ, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে তাঁর সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ ছিল না, তা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ক্যারিবিয়ানদের হয়ে অবদান রাখার জন্য তাঁকে ধন্যবাদ এবং আগামী দিনের শুভকামনা জানিয়ে সিডব্লিউআইয়ের পরিচালক মাইলস বাসকম্ব বলেছেন, ‘সে একজন সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী ক্রিকেটার ছিল। সব সময় স্ট্যাম্পের সামনে এবং পেছনে তার সর্বোচ্চ দিয়েছ। আমরা তার অবসরের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ায় আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। সঙ্গে দলে অবদান রাখার জন্য শেনকে ধন্যবাদ।’
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডাওরিচের। দীর্ঘ আট বছরের ক্যারিয়ার একমাত্র ওয়ানডের বিপরীতে ৩৫ টেস্ট খেলেছেন তিনি। ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটির বিপরীতে ১৫৭০ রান করেছেন দীর্ঘ সংস্করণে। আর এক ওয়ানডে খেলে করতে পেরেছেন ৬ রান।
ব্যতিক্রম কিছুই যেন করলেন শেন ডাওরিচ। ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেলেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর মতো এমন ঘটনা আগে ঘটেছে কি না, তা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ক্রিকেটে যদি কখনো ঘটেও থাকে, তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেনি। বাংলাদেশি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ যেমন প্রায় এক বছর পর টেস্টে সুযোগ পেয়ে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে ওই সংস্করণে অবসর নেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পুনরায় সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেলেই অবসর নেওয়ার ঘটনা, সেটিও আবার সব সংস্করণ থেকেই—এমন ঘটনা জানা নেই।
দ্বিতীয়বার ক্যারিয়ার রাঙানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ডাওরিচ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হয়ে আবারও সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার। আগামী রোববার হয়তো প্রথম ওয়ানডেতে মাঠেও নামার সুযোগ পেতে পারতেন, কিন্তু এমন সুযোগ কাজে লাগালেন না তিনি।
উল্টো হঠাৎ করেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডাওরিচ। তাঁর এমন সিদ্ধান্তে হতবাকই হওয়ার কথা ক্রিকেট বিশ্বের। কেননা, দলে সুযোগ পেয়ে অন্যরা যখন ক্যারিয়ার দীর্ঘায়িত করার চেষ্টা করেন, তখন কিনা ডাওরিচ অবসর নিয়ে নিলেন। তাঁর ওয়ানডে সংস্করণের ক্যারিয়ার বিবেচনা খুবই অবাক করার মতো ঘটনা। মাত্র একটি ওয়ানডেই যে খেলেছেন তিনি।
সেটিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে প্রায় চার বছর আগে। আর সর্বশেষ দলের হয়ে টেস্টে খেলেছেন প্রায় তিন বছর আগে। দীর্ঘ কয়েক বছর পর সুযোগ পাওয়াটা তাই কাজে লাগানোর কথাই ছিল ডাওরিচের। সঙ্গে নিজেকে পুনরায় প্রমাণ করারও। বয়স ৩২ হওয়ায় আরও কয়েক বছর নিশ্চিতভাবেই খেলা চালিয়ে যেতে পারতেন ডাওরিচ।
কী কারণে অবসর নিয়েছেন ডাওরিচ, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে তাঁর সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ ছিল না, তা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ক্যারিবিয়ানদের হয়ে অবদান রাখার জন্য তাঁকে ধন্যবাদ এবং আগামী দিনের শুভকামনা জানিয়ে সিডব্লিউআইয়ের পরিচালক মাইলস বাসকম্ব বলেছেন, ‘সে একজন সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী ক্রিকেটার ছিল। সব সময় স্ট্যাম্পের সামনে এবং পেছনে তার সর্বোচ্চ দিয়েছ। আমরা তার অবসরের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ায় আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। সঙ্গে দলে অবদান রাখার জন্য শেনকে ধন্যবাদ।’
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডাওরিচের। দীর্ঘ আট বছরের ক্যারিয়ার একমাত্র ওয়ানডের বিপরীতে ৩৫ টেস্ট খেলেছেন তিনি। ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটির বিপরীতে ১৫৭০ রান করেছেন দীর্ঘ সংস্করণে। আর এক ওয়ানডে খেলে করতে পেরেছেন ৬ রান।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে