Ajker Patrika

‘কিংবদন্তি’ হাসান আলীর থেকে শিখছেন আন্ডারসন

আপডেট : ১২ মে ২০২২, ১৪: ০৭
‘কিংবদন্তি’ হাসান আলীর থেকে শিখছেন আন্ডারসন

একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন। 

সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।

তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’ 

হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত