একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন।
সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।
তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’
একজন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। অন্যজন ১৯ টেস্টে নিয়েছেন ৭৪ উইকেট। দুজনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একই দলের হয়ে খেলছেন। যেখানে ৭৪ উইকেট নেওয়া হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ হয়ে তাঁকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন টেস্টে ৬৪০ উইকেট নেওয়া আন্ডারসন।
সতীর্থ হাসান আলীর বোলিংয়ে মুগ্ধ আন্ডারসন জানিয়েছেন, হাসানের কাছ থেকে তিনি শিখছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসান অবশ্য কাউন্টিতে দারুণ ছন্দে আছেন। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৭ বছরের এই পেসার। আন্ডারসনের সঙ্গে খেলতে পেরে হাসান নিজেও বেশ উচ্ছ্বসিত।
তবে আন্ডারসনের মুগ্ধতা আরও বেশি। হাসান আলীকে তাঁর মূল্যায়ন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুর্দান্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমাকে অনেক প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসান আলীর নিবেদন আর একাগ্রতা মুগ্ধ করেছে আন্ডারসনকে। ইংলিশ এই পেসার বলেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে চুক্তি করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে এসেছে, নাকি শুধু টাকার জন্য খেলতে এসেছে। তবে ও (হাসান আলী) ক্রিকেটটাকেই খুব ভালোবাসে। পারলে তো সারা দিনই বোলিং করে, কখনো ক্লান্তি বা বিশ্রাম নিতে চেয়ে অধিনায়ককে না করে না ও।’
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
১২ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
৪০ মিনিট আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ ঘণ্টা আগে