Ajker Patrika

৪৩ বছর পর বিরল রেকর্ডে খাজা 

আপডেট : ২১ জুন ২০২৩, ১৪: ২২
৪৩ বছর পর বিরল রেকর্ডে খাজা 

টিভি চালু করলেই দেখা যেত এজবাস্টন টেস্টে ব্যাটিং করছেন উসমান খাজা। অ্যাশেজের প্রথম টেস্টের পাঁচ দিনের চিত্রটা ছিল এমনই। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নাম লিখিয়েছেন বিরল এক রেকর্ডের পাতায়।

এজবাস্টনে ১৬ জুন শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। প্রথম দিন ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সেদিন অল্প সময়ের জন্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয় খাজার। এরপর দ্বিতীয় দিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। ১২৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন কাটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তৃতীয় দিনে ১৪১ রানে আউট হয়েছেন তিনি। এরপর ইংল্যান্ডের দেওয়া ২৮১ রানের লক্ষ্যে চতুর্থ দিন খাজা শেষ করেছেন ৩৪ রানে। আর গতকাল শেষ দিনে ১৯৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ১৩তম ব্যাটার হিসেবে পাঁচ দিনের টেস্টের প্রতিদিনই ব্যাটিং করেছেন খাজা। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে করলেন এই কীর্তি। ১৯৮০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ দিন ব্যাটিং করেন কিম হিউজ।

খাজার কীর্তির দিনে এজবাস্টনে গতকাল ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের এই জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খাজা। অ্যাশেজের প্রথম টেস্টে ২০৬ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত