নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে একটা জয়ের খোঁজে হাপিত্যেশ করছিল মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তবে পরের পাঁচ ম্যাচে সেই মোহামেডানের জয়রথ ছুটছে। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা।
শেষটি আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। ২৭৭ রানের লক্ষ্যে ৪০ বল আগেই শাইনপুকুর গুটিয়ে গেছে ২২৪ রানে। ১০ ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মোহামেডান। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হয়েছে তাদের।
শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান, যেখানে বড় অবদান উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অপরাজিত সেঞ্চুরিতে ১২৫ রান করেন মাহিদুল। অধিনায়ক ইমরুল কায়েস ৭ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৬৯ রান করে আউট হন। তবে আরেকবার ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। এলবিডব্লিউ হওয়ার আগে ১ চার ও ২ ছয়ে করেন ২৫ বলে ৩০ রান। আগের দুই ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদি হাসান মিরাজ।
রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ শুভাম শর্মা। ওপেনার খালিদ হাসান করেন ৫৬ রান।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে একটা জয়ের খোঁজে হাপিত্যেশ করছিল মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তবে পরের পাঁচ ম্যাচে সেই মোহামেডানের জয়রথ ছুটছে। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা।
শেষটি আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। ২৭৭ রানের লক্ষ্যে ৪০ বল আগেই শাইনপুকুর গুটিয়ে গেছে ২২৪ রানে। ১০ ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মোহামেডান। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হয়েছে তাদের।
শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান, যেখানে বড় অবদান উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অপরাজিত সেঞ্চুরিতে ১২৫ রান করেন মাহিদুল। অধিনায়ক ইমরুল কায়েস ৭ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৬৯ রান করে আউট হন। তবে আরেকবার ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। এলবিডব্লিউ হওয়ার আগে ১ চার ও ২ ছয়ে করেন ২৫ বলে ৩০ রান। আগের দুই ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদি হাসান মিরাজ।
রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ শুভাম শর্মা। ওপেনার খালিদ হাসান করেন ৫৬ রান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে