Ajker Patrika

সাকিব-মিরাজদের ব্যর্থতার দিনে বড় জয় মোহামেডানের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৮: ১৫
সাকিব-মিরাজদের ব্যর্থতার দিনে বড় জয় মোহামেডানের 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে একটা জয়ের খোঁজে হাপিত্যেশ করছিল মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তবে পরের পাঁচ ম্যাচে সেই মোহামেডানের জয়রথ ছুটছে। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। 

শেষটি আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। ২৭৭ রানের লক্ষ্যে ৪০ বল আগেই শাইনপুকুর গুটিয়ে গেছে ২২৪ রানে। ১০ ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মোহামেডান। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হয়েছে তাদের। 

শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান, যেখানে বড় অবদান উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অপরাজিত সেঞ্চুরিতে ১২৫ রান করেন মাহিদুল। অধিনায়ক ইমরুল কায়েস ৭ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৬৯ রান করে আউট হন। তবে আরেকবার ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। এলবিডব্লিউ হওয়ার আগে ১ চার ও ২ ছয়ে করেন ২৫ বলে ৩০ রান। আগের দুই ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদি হাসান মিরাজ। 

রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ শুভাম শর্মা। ওপেনার খালিদ হাসান করেন ৫৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত