Ajker Patrika

লাঞ্চের আগে বাংলাদেশের ৪ শিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২২, ২২: ১২
লাঞ্চের আগে বাংলাদেশের ৪ শিকার

দিনের শুরু থেকে দারুণ ব্যাটিং করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। প্রথম ঘণ্টায় দলীয় সংগ্রহ ১০০ পেরিয়ে যান তাঁরা। গলার কাঁটা হয়ে ওঠা এই জুটি ভাঙার পর আরও তিন ব্যাটারকে ফিরিয়ে সেশনের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ।

আজ সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৭ রান। পরপর দুই ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে সেশনের নিয়ন্ত্রণ এনে দিলেন খালেদ আহমেদ।

দিনের শুরু থেকে ব্র্যাথওয়েটের সঙ্গে দ্রুত রান তোলেন ক্যাম্পবেল। তাঁদের ১০০ রানের জুটি ভাঙেন শরীফুল ইসলাম। দারুণ এক ফুল লেন্স ডেলিভারিতে ক্যাম্পবেলকে (৪৫) পরাস্ত করেন তিনি।

খানিক পরই ফিফটি করেন অধিনায়ক ব্র্যাথওয়েট। তবে এরপর আর থিতু হতে পারেননি তিনি। ৫১ রানে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বোল্ড হন এই ব্যাটার। নতুন ব্যাটার রেইমন রেইফারকে (২২) ফেরান খালেদ। পরের ওভারে আরেক ব্যাটার এনক্রুমার বোনারকে ডাকে ফেরত পাঠান এই পেসার। চার উইকেটের সেশনে দারুণ নিয়ন্ত্রণ বাংলাদেশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত