নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন–এ আলোচনাই এখন সবচেয়ে বেশি হচ্ছে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। তাই বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক কে হবেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেদিক থেকে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।
বোর্ড পরিচালকদের কথায় স্পষ্ট, এখন পর্যন্ত তাঁরা অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিসিবি সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও পরবর্তী অধিনায়ক হওয়ার ব্যাপারে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাকিব আল হাসানই। তাঁর পরেই আছেন ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাস। তবে অভিজ্ঞতা বিবেচনায় এ পরিস্থিতিতে সাকিবকে ওয়ানডে নেতৃত্বের জন্য সেরা অপশন মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরাও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চোখেও এই পরিস্থিতিতে সাকিবই হতে পারেন তাঁদের সেরা অপশন। তবু সবকিছু আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে চান তাঁরা। আজ এক অনুষ্ঠানে নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘ (অধিনায়কের ব্যাপারে) না! এখনো আলাপ হয়নি। একটু বিরতি দিয়ে, একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে সহ-অধিনায়ক তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে।’
অধিনায়ক নির্বাচন করতে গিয়েও দুটি সমস্যা দেখছেন নাজমুল হাসান। বোর্ড সভাপতি বলেন, ‘দুটি সমস্যা, একটা লম্বা সময় চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে হঠাৎ বানিয়ে দেব। সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার লম্বা সময়ের কথা চিন্তা করলে, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময় হবে কীভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করেই একটা সিদ্ধান্তে আসতে হবে।’
সবকিছু বিবেচনায় সাকিবকেই প্রথম পছন্দ মনে করছে বিসিবি। মিরপুরে দুই বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজনের পর রাতে পাপনও জানালেন সাকিবই অধিনায়কের জন্য তাঁদের সহজ অপশন।
বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের নাম আসা তো প্রত্যাশিতই। এটা তো অবভিয়াস চয়েস। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও কথা বলতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’
নাজমুল হাসান আরও যোগ করেন, ‘এখনো পছন্দ ঠিক করিনি। কারণ, ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। যাকে যাকে আমরা অধিনায়ক করতে চাই। অনেক সময় অনেক খেলোয়াড়কে বললে সে না-ও রাজি হতে পারে।’
বিশ্বকাপের কারণে লিটনের আগে সাকিবই বিসিবির বিবেচনায়। বোর্ড সভাপতি বললেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। শুধু একটা ইস্যু, এমনি ম্যাচ খেলা এক জিনিস আর বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয়, সেটাই করার চেষ্টা করা হবে।’
তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন–এ আলোচনাই এখন সবচেয়ে বেশি হচ্ছে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। তাই বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক কে হবেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেদিক থেকে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।
বোর্ড পরিচালকদের কথায় স্পষ্ট, এখন পর্যন্ত তাঁরা অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিসিবি সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও পরবর্তী অধিনায়ক হওয়ার ব্যাপারে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাকিব আল হাসানই। তাঁর পরেই আছেন ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাস। তবে অভিজ্ঞতা বিবেচনায় এ পরিস্থিতিতে সাকিবকে ওয়ানডে নেতৃত্বের জন্য সেরা অপশন মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরাও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চোখেও এই পরিস্থিতিতে সাকিবই হতে পারেন তাঁদের সেরা অপশন। তবু সবকিছু আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে চান তাঁরা। আজ এক অনুষ্ঠানে নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘ (অধিনায়কের ব্যাপারে) না! এখনো আলাপ হয়নি। একটু বিরতি দিয়ে, একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে সহ-অধিনায়ক তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে।’
অধিনায়ক নির্বাচন করতে গিয়েও দুটি সমস্যা দেখছেন নাজমুল হাসান। বোর্ড সভাপতি বলেন, ‘দুটি সমস্যা, একটা লম্বা সময় চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে হঠাৎ বানিয়ে দেব। সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার লম্বা সময়ের কথা চিন্তা করলে, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময় হবে কীভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করেই একটা সিদ্ধান্তে আসতে হবে।’
সবকিছু বিবেচনায় সাকিবকেই প্রথম পছন্দ মনে করছে বিসিবি। মিরপুরে দুই বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজনের পর রাতে পাপনও জানালেন সাকিবই অধিনায়কের জন্য তাঁদের সহজ অপশন।
বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের নাম আসা তো প্রত্যাশিতই। এটা তো অবভিয়াস চয়েস। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও কথা বলতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’
নাজমুল হাসান আরও যোগ করেন, ‘এখনো পছন্দ ঠিক করিনি। কারণ, ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। যাকে যাকে আমরা অধিনায়ক করতে চাই। অনেক সময় অনেক খেলোয়াড়কে বললে সে না-ও রাজি হতে পারে।’
বিশ্বকাপের কারণে লিটনের আগে সাকিবই বিসিবির বিবেচনায়। বোর্ড সভাপতি বললেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। শুধু একটা ইস্যু, এমনি ম্যাচ খেলা এক জিনিস আর বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয়, সেটাই করার চেষ্টা করা হবে।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৯ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে