Ajker Patrika

হারারের বায়ো-বাবল শেষে ঢাকার বায়ো-বাবল শুরু সাকিবদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২: ০৩
হারারের বায়ো-বাবল শেষে ঢাকার বায়ো-বাবল শুরু সাকিবদের

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ৯টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেছেন সাকিব–মাহমুদউল্লাহরা। 

বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ দল ঢুকে পড়েছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য তৈরি জৈব সুরক্ষাবলয়ে। অস্ট্রেলিয়ার সিরিজের জৈব সুরক্ষায়বলয় হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 

সফল এক সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরের তিন সংস্করণের সব সিরিজ জিতেছে বাংলাদেশ।

ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দলআজ বিকেল ৪টা দিকে অস্ট্রেলিয়া দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ঢাকা আসবে। অস্ট্রেলিয়া দলও ঢাকায় পৌছেই দ্রুত জৈব সুরক্ষাবলয়ে ঢুকে পড়বে। দুই দলই তিন দিনের কোয়ারেন্টিন করবে। ৩ আগস্ট মিরপুরে শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত