শুধু জিতলেই হতো না, বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিবেচনায় রাখতে হতো নেট রানরেটের হিসেবও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতিরা সেই কাজটি দারুণভাবে করেছেন আজ মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে। ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ পেয়েছে ১১৪ রানের বড় জয়।
টি-টোয়েন্টি সংস্করণে রানের দিক থেকে দ্বিতীয় বড় ব্যবধানের জয়ও এটি বাংলাদেশের মেয়েদের। এই জয়ে এশিয়া কাপে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। রাতে শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচের ফল যাই হোক, ‘বি’ গ্রুপে সেরা দুইয়ে থাকবেই বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে জ্যোতির দল। তাদের নেট রানরেট (+ ১.৯৭১), শীর্ষে থাকা শ্রীলঙ্কার দুই ম্যাচে ৪ পয়েন্ট, নেট রানরেট (+ ৪.২৪৩), তিন নম্বরে থাকা থাইল্যান্ডের ২ পয়েন্ট, নেট রানরেট (+ ০.০৯৮)। রাতের ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও বাংলাদেশ সেমিফাইনাল এমনিতেই খেলত। লঙ্কানদের বড় ব্যবধানে হারালেও জ্যোতিদের সমস্যা হতো না। থাইরা যদি সেমি নিশ্চিত করে, তখন শ্রীলঙ্কার নেট রানরেট কমে যাবে বাংলাদেশের চেয়েও। গ্রুপ রানার্সআপ হলে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।
ডাম্বুলায় ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মালয়েশিয়া। উইকেটটি নেন মারুফা আকতারের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া জাহানারা আলম। ইনিংসের দ্বিতীয় বলে মালয়েশিয়ার ওপেনার আইন্না হামিজা হাশিম কাভার ড্রাইভ করতে যান। ব্যাট ছুঁয়ে বল যায় বাংলাদেশের উইকেটরক্ষক দিলারা আকতারের হাতে। তিনে ব্যাটিংয়ে নেমে এলসা হান্টার তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ২৬ রানের জুটি গড়েন ওয়ান জুলিয়া ও হান্টার। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে হান্টারকে কট এন্ড বোল্ড করেন নাহিদা আকতার। ২৩ বলে ৪টি চারে ২০ রান আসে হান্টারের ব্যাট থেকে।
মালয়েশিয়ার স্কোর ৫.৪ ওভারে ২ উইকেটে ২৬ রান ওপেনার জুলিয়া খেলতে থাকেন টেস্ট মেজাজে। ১১ তম ওভারের দ্বিতীয় বলে জুলিয়াকে বোল্ড করেন রিতু মনি। ২৫ বলে ১ চারে ১১ রান করেন জুলিয়া। পরের ওভারে আঘাত হানেন নাহিদা। ১২ তম ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মালয়েশিয়ার নারী ক্রিকেট দল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানে থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন নাহিদা। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা, রিতু, সাবিকুন নাহার জেসমিন, স্বর্ণা আকতার ও রাবেয়া খান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে জ্যোতির দল করতে পেরেছে ২ উইকেটে ১৯১ রান করেছে জ্যোতির দল। টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপে বাংলাদেশের এটা সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ ৮০ রান করেন মুর্শিদা খাতুন। ৫৯ বলের ইনিংসে বাংলাদেশের ওপেনার মেরেছেন ১০ চার ও ১ ছক্কা। ফিফটি করেছেন জ্যোতিও। ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
শুধু জিতলেই হতো না, বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিবেচনায় রাখতে হতো নেট রানরেটের হিসেবও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতিরা সেই কাজটি দারুণভাবে করেছেন আজ মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে। ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ পেয়েছে ১১৪ রানের বড় জয়।
টি-টোয়েন্টি সংস্করণে রানের দিক থেকে দ্বিতীয় বড় ব্যবধানের জয়ও এটি বাংলাদেশের মেয়েদের। এই জয়ে এশিয়া কাপে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। রাতে শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচের ফল যাই হোক, ‘বি’ গ্রুপে সেরা দুইয়ে থাকবেই বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে জ্যোতির দল। তাদের নেট রানরেট (+ ১.৯৭১), শীর্ষে থাকা শ্রীলঙ্কার দুই ম্যাচে ৪ পয়েন্ট, নেট রানরেট (+ ৪.২৪৩), তিন নম্বরে থাকা থাইল্যান্ডের ২ পয়েন্ট, নেট রানরেট (+ ০.০৯৮)। রাতের ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও বাংলাদেশ সেমিফাইনাল এমনিতেই খেলত। লঙ্কানদের বড় ব্যবধানে হারালেও জ্যোতিদের সমস্যা হতো না। থাইরা যদি সেমি নিশ্চিত করে, তখন শ্রীলঙ্কার নেট রানরেট কমে যাবে বাংলাদেশের চেয়েও। গ্রুপ রানার্সআপ হলে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।
ডাম্বুলায় ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মালয়েশিয়া। উইকেটটি নেন মারুফা আকতারের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া জাহানারা আলম। ইনিংসের দ্বিতীয় বলে মালয়েশিয়ার ওপেনার আইন্না হামিজা হাশিম কাভার ড্রাইভ করতে যান। ব্যাট ছুঁয়ে বল যায় বাংলাদেশের উইকেটরক্ষক দিলারা আকতারের হাতে। তিনে ব্যাটিংয়ে নেমে এলসা হান্টার তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ২৬ রানের জুটি গড়েন ওয়ান জুলিয়া ও হান্টার। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে হান্টারকে কট এন্ড বোল্ড করেন নাহিদা আকতার। ২৩ বলে ৪টি চারে ২০ রান আসে হান্টারের ব্যাট থেকে।
মালয়েশিয়ার স্কোর ৫.৪ ওভারে ২ উইকেটে ২৬ রান ওপেনার জুলিয়া খেলতে থাকেন টেস্ট মেজাজে। ১১ তম ওভারের দ্বিতীয় বলে জুলিয়াকে বোল্ড করেন রিতু মনি। ২৫ বলে ১ চারে ১১ রান করেন জুলিয়া। পরের ওভারে আঘাত হানেন নাহিদা। ১২ তম ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মালয়েশিয়ার নারী ক্রিকেট দল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানে থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন নাহিদা। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা, রিতু, সাবিকুন নাহার জেসমিন, স্বর্ণা আকতার ও রাবেয়া খান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে জ্যোতির দল করতে পেরেছে ২ উইকেটে ১৯১ রান করেছে জ্যোতির দল। টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপে বাংলাদেশের এটা সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ ৮০ রান করেন মুর্শিদা খাতুন। ৫৯ বলের ইনিংসে বাংলাদেশের ওপেনার মেরেছেন ১০ চার ও ১ ছক্কা। ফিফটি করেছেন জ্যোতিও। ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে