Ajker Patrika

বন্যাদুর্গতদের পাশে বিসিবিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১১: ৪১
বন্যাদুর্গতদের পাশে বিসিবিও

ভয়াবহ বন্যা চলছে বাংলাদেশে। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে বন্যাদুর্গতদের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়ানোর  প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার ব্যাপারে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ দিতে আমরা প্রস্তুত।’

দেশের বন্যার্তদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। জরুরি হটলাইন নম্বর চালু হয়েছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। বন্যার্তদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফারুক। নতুন বিসিবি সভাপাতি বলেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে।  এ ধরনের কাজে আমরা সমন্বয়তা ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’

বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে সরব দেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস থেকে শুরু করে জুনিয়র তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আকবর আলীরাও ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সাহায্য করতে গিয়ে অনেকেই আটকা পড়েছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত