Ajker Patrika

আমিরাতকে হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমিরাতকে হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ, মত বিশ্লেষকদের। ছবি: ইউএই ক্রিকেট
আমিরাতকে হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ, মত বিশ্লেষকদের। ছবি: ইউএই ক্রিকেট

ঠিক এক বছর আগে এ রকম একটা অঘটন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে হারের এক বছর ‘পূর্তি’তে নতুন সংযোজন, শারজায় আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। কদিন আগে সিলেটে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার, আমিরাতে বাজে পারফরম্যান্স, ক্রিকেট বোর্ডের মতো বাংলাদেশ দলও যেন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে!

ক্রিকেটারদের নিবেদন, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, সার্বিক পেশাদারি নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বোলিং বৈচিত্র্য, পাওয়ারপ্লেতে রান তোলার গতি, স্ট্রাইক রোটেশন, ফিল্ডিং—সবকিছুতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আমিরাত। জাতীয় দলের এমন ভঙ্গুর পারফরম্যান্সে হতবাক দেশের ক্রিকেটাঙ্গন। সমর্থকেরা যেমন সমালোচনায় সরব, তেমনি প্রশ্নবিদ্ধ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সিরিজ পরাজয়ের পর অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘এই হারকে জীবনের অংশ হিসেবে দেখতে হবে। ক্রিকেট খেললে এমন হবে। মাঝে মাঝে প্রতিপক্ষও ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতেই হবে।’

অধিনায়ক চরম বাস্তবতা তুলে ধরলেও সাবেক নির্বাচক হান্নান সরকার এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন কিছু বলতে ইচ্ছে করে না। যারা খেলেছে, তারা স্কিলফুল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাচ টেম্পারমেন্টে ঘাটতি ছিল। দ্বিতীয় ম্যাচে হারের পর থেকেই দল চাপে পড়ে যায়। ফলে তৃতীয় ম্যাচে আর ঘুরে দাঁড়ানো যায়নি।’ তিনি আরও যোগ করলেন, ‘একদিক দিয়ে হয়তো ভালোই হয়েছে। পাকিস্তান সিরিজে এখন দল নির্ভার হয়ে খেলতে পারবে, হারার কিছু নেই, এমন মনোভাবেই খেলবে। তাতে হয়তো ইতিবাচক কিছু বেরিয়ে আসবে।’

রফিক মনে করেন, বাংলাদেশ দল সিরিজটিকে হালকাভাবে নিয়েছে, আর তারই মাশুল দিতে হয়েছে। তিনি বলেন, ‘এই সিরিজে আমরা অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছি। এক সিরিজে এত ক্রিকেটার ঘুরিয়ে-ফিরিয়ে দেখা ঠিক নয়। জাতীয় দলের ম্যাচে এভাবে চলতে পারে না। আত্মতুষ্টির ফলে পচা শামুকে পা কেটেছে।’ আরও অনেকের মতো রফিকও অবাক চোখে দেখেছেন, একটা টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে আরব আমিরাত প্রথমবারের মতো একটা সিরিজ জিতেছে। সাবেক বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার জীবনে এই প্রথম দেখলাম, আমিরাত ট্রফি জিতল। এত দিন ওরা জানত না ট্রফি জিনিসটা কী! পাকিস্তানের কাছে হারলে একটা ব্যাখ্যা থাকে—ওরা বিশ্ব চ্যাম্পিয়ন দল ছিল। কিন্তু কোয়ালিফায়ার খেলা দলের কাছেও হার? এটা হতাশাজনক। বাংলাদেশ ক্রিকেট আসলে কোথায় দাঁড়িয়ে?’

রফিক যে প্রশ্নটা করেছেন, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সেটিরই যেন উত্তর দিলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে হার, এরপর আরব আমিরাতের কাছে সিরিজ হার—সবকিছুই বাংলাদেশ ক্রিকেটের ক্রমাবনতি। টিম ম্যানেজমেন্টে পেশাদারির অভাব স্পষ্ট। টিম ম্যানেজমেন্টকে আরও মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে। এই অবস্থায় বোর্ড আসলে কী ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে—সেটাও প্রশ্নবিদ্ধ।’

বাংলাদেশ ‘এ’ দলের বর্তমান পেস বোলিং কোচ এবং জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন বললেন ডেথ ওভারে বোলিংয়ে একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ, ‘টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সফল হতে হলে নির্ভরযোগ্য বোলার লাগবেই। আমিরাত সিরিজে আমরা অনেককে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছি। সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ঘুরে দাঁড়ানো সবচেয়ে জরুরি। আমরা সেটা পারিনি।’

দুবাইয়ে আগামী দুই দিন অনুশীলন ক্যাম্প করে পাকিস্তানে রওনা দেবে বাংলাদেশ। আমিরাত সিরিজ হারের পর বাংলাদেশের ওপর প্রত্যাশার চাপ সেভাবে আর থাকার কথা নয়। চাপ কমলেও লিটনদের আত্মবিশ্বাসটা যে নেমে গেছে তলানিতে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত