Ajker Patrika

‘ভারত ক্রিকেট না খেললে আপনারা কী করতেন’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২: ৩৮
‘ভারত ক্রিকেট না খেললে আপনারা কী করতেন’

সামাজিকমাধ্যমে খেলোয়াড়দের নিয়ে নেটিজেনরা নানারকম পোস্ট করে থাকেন। খেলোয়াড়েরাও ভক্তদের সঙ্গে বার্তা আদান প্রদান করেন। আর রবিচন্দ্রন অশ্বিন এবার নেটিজেনদের সঙ্গে দারুণ মজা করলেন। 

মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন অশ্বিন। ভারতীয় এই স্পিনার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। নিবরাজ রমজান নামের একজন মজাদার টুইট করেছেন। তাঁর মতে, এই পুরস্কার প্রাপ্য মুমিনুল হকের, যিনি অশ্বিনকে জীবন দিয়েছিলেন। অশ্বিনকে ট্যাগ দিয়ে নিবরাজ বলেন, ‘আপনার উচিত এই পুরষ্কার মুমিনুল হকের হাতে তুলে দেওয়া, যিনি সহজ ক্যাচ হাতছাড়া করেছেন। তিনি ক্যাচ ধরলে ভারত ৮৯ রানে অলআউট হয়ে যেত।’ অশ্বিনও কম যান নি। পাল্টা টুইট করে ভারতীয় এই স্পিনার বলেন, ‘আয় হায়, ভেবেছিলাম আমি আপনাকে ব্লক দিয়েছি। তিনি আসলে অন্য কেউ। তার নাম যেন কি? তার নাম দানিয়েল আলেকজান্ডার। শুধু একবার ভাবুন, যদি ভারত ক্রিকেট না খেলত, আপনারা দুজন কী করতেন!’ 

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজটা দুর্দান্ত কাটিয়েছেন অশ্বিন। ৫৬ গড়ে ১ ফিফটিতে করেছেন ১১২ রান। চট্টগ্রামে প্রথম টেস্টে ৫৮ রানের ইনিংস খেলেন। দুই টেস্টে ৩৫.১৪ গড়ে নিয়েছেন ৭ উইকেট। আর সাদা পোশাকে এখন পর্যন্ত ৮৮ ম্যাচ খেলেন অশ্বিন। ২৪.৩০ গড়ে নিয়েছেন ৪৪৯ উইকেট, ৩০ বার নিয়েছেন ইনিংসে ৫উইকেট এবং ৭ বার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। আর ব্যাটিংয়ে ২৭.৪১ গড়ে করেন ৩০৪৩ রান। ৫ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৩ ফিফটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত