Ajker Patrika

সাকিবের হঠাৎ বাংলাদেশে আসার অর্থ বুঝতে পারছেন না বন্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২: ৪৩
সাকিবের হঠাৎ বাংলাদেশে আসার অর্থ বুঝতে পারছেন না বন্ড

ব্যাটিং কিংবা বোলিং—কোনো দিকেই ছন্দে নেই সাকিব আল হাসান। উপরন্তু, বিশ্বকাপে বাংলাদেশ দলের অবস্থাও খুব একটা ভালো না। এমন অবস্থায় দলকে কলকাতায় রেখে ঢাকায় ঝটিকা সফরে এসেছেন সাকিব। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের এভাবে হুট করে চলে আসায় অবাক হয়েছেন শেন বন্ড। 

নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে বুধবারই মুম্বাই থেকে কলকাতায় পৌঁছায় বাংলাদেশ দল। তবে সাকিব কলকাতায় না গিয়ে সরাসরি বিমান ধরে ঢাকায় পা রেখেছেন। তাঁর শৈশবের কোচ, বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের স্মরণ নিতেই ঢাকায় এসেছেন সাকিব। ঢাকায় পা রেখেই দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ইনডোরে কোচ ফাহিমের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক ‘প্রথম’ অনুশীলন সেশনটা করেছেন তিন ঘণ্টার মতো।  

ফাহিমের সঙ্গে অনুশীলনের পর গত পরশু বিমানে সাকিব চলে গেছেন কলকাতায়। বাংলাদেশ অধিনায়ক অনুশীলনের জন্য এলেও দর্শক যে সেটা ভালোভাবে নেননি, বোঝা গেছে গতকালই। যাওয়ার আগে মিরপুর ইনডোরে অনুশীলন করতে এসে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিও শুনে গেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। দলকে কলকাতায় রেখে ঢাকায় চলে যাওয়ায় সাকিবকে নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। সাকিবের এভাবে ঢাকায় চলে যাওয়ার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না বন্ড।

নিউজিল্যান্ডের সাবেক পেসার ক্রিকইনফোর এক অনুষ্ঠানে বলেন, ‘এটা সত্যিই ভালো কিছু না। একজন অধিনায়ককে মাঠ ও মাঠের বাইরে-দুই জায়গাতেই নেতৃত্ব দিতে হয়। মাঠের বাইরে নেতৃত্বের ভালো কিছু না এটা। দলকে নিয়ে যেখানে অনেক আলাপ-আলোচনা হচ্ছে-এমন অবস্থায় দলকে ফেলে রেখে দেশে ফেরার কোনো মানেই দেখছি না।’ 

কলকাতার ইডেন গার্ডেনসে আজ বেলা আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যেখানে দুটো দলই টুর্নামেন্টে একটি করে ম্যাচ জিতেছে। পয়েন্ট তালিকায় আট ও দশ নম্বরে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। যেখানে নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ের পর টানা ৪ ম্যাচ হেরেছে।

বন্ডের মতে, জমজমাট লড়াই হবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যে। নিউজিল্যান্ডের সাবেক পেসার বলেন, ‘দুর্দান্ত এক ম্যাচ হওয়া উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বাদে নেদারল্যান্ডস ধারাবাহিকভাবে খেলে আসছে। উল্টো অবস্থা বাংলাদেশের। ধারাবাহিক ক্রিকেট খেলতে পারছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত