Ajker Patrika

এক সপ্তাহের মধ্যে রোহিত-কোহলির অবসরের নেপথ্যের ঘটনা কী

ক্রীড়া ডেস্ক    
টেস্টে আর দেখা যাবে না বিরাট কোহলি-রোহিত শর্মাকে। ছবি: এএফপি
টেস্টে আর দেখা যাবে না বিরাট কোহলি-রোহিত শর্মাকে। ছবি: এএফপি

রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। ৭ মে সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলে দিয়েছেন রোহিত। ভারতীয় তারকা ক্রিকেটারের পথ ধরে এবার টেস্টকে বিদায় বললেন বিরাট কোহলি।

রোহিতের মতো কোহলিও ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে কোহলি আজ বিদায় বলেছেন। কোহলি যখন টেস্টকে বিদায় বলেছেন, তখন ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বন্ধ আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ২৫ মে শেষ হওয়ার কথা থাকলেও হাতে থাকা বাকি ১৬ ম্যাচ কবে হবে, সেটা এখনো বলা যাচ্ছে না। আইপিএলের পরপরই ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে। ইংল্যান্ডে জুন-আগস্টে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে সময়ের দুই তারকা ক্রিকেটারকে ভারত পাচ্ছে না।

এক সপ্তাহের ব্যবধানে টেস্ট থেকে রোহিত-কোহলির অবসরের ঘটনা নিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন কথাবার্তা। ঘটনার সূত্র ভারতীয় সংবাদমাধ্যমই। কোহলির অবসরের সম্ভাব্য কারণ নিয়ে এনডিটিভি আজ দুপুরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের এই সংবাদমাধ্যমের মতে রোহিত-কোহলিকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করতে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) নির্বাচকেরা অনেক সময় পাবেন। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, সাই সুদর্শনের মতো তরুণদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। এমনকি শ্রেয়াস আইয়ারেরও টেস্টে সুযোগ মিলতে পারে এনডিটিভির প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে। যেখানে আইয়ার সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন।

কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ায় চেতেশ্বর পূজারার সুযোগ মিলতে পারে বলে এনডিটিভির প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে। টেস্টে পূজারা তাহলে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন লন্ডনের ওভালে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। কোহলির টেস্টকে বিদায় বলার আরেকটা কারণ হতে পারে এই সংস্করণে তাঁর সাম্প্রতিক ফর্ম। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচে করেছেন ১৯০ রান। পার্থে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ছাড়া বলার মতো কিছুই ছিল না কোহলির সেই অস্ট্রেলিয়া সফরে।

ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। ছবি: ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। ছবি: ইনস্টাগ্রাম

এনটিভির আগে ‘দৈনিক জাগরণ’ নামে ভারতীয় আরেক সংবাদমাধ্যম রোহিত-কোহলিকে নিয়ে চমকপ্রদ এক প্রতিবেদন প্রকাশ করেছে। দৈনিক জাগরণের গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিতকে আগেভাগেই অনেক কিছু বিসিসিআই জানিয়ে দিয়েছিল। বিসিসিআই নাকি স্পষ্ট করে বলেছিল যে ভারতের এই তারকা ক্রিকেটার বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই। দৈনিক জাগরণ আরও জানিয়েছে, কোহলির ব্যাপারে বেশি একটা হস্তক্ষেপ করতে চায় না বিসিসিআই। বোর্ডের কাছে মনে হয়েছে, তাঁর (কোহলি) অবসরের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।

বিরাট কোহলি টেস্টকে বিদায় বলেছেন ইনস্টাগ্রামে। ছবি: ইনস্টাগ্রাম
বিরাট কোহলি টেস্টকে বিদায় বলেছেন ইনস্টাগ্রামে। ছবি: ইনস্টাগ্রাম

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা কোহলি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)—এমন সংবাদ পরশু প্রকাশ করে ক্রিকইনফো। এমনকি ভারতীয় তারকা ব্যাটারের কাছে বিসিসিআই অনুরোধ করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়। শেষ পর্যন্ত টেস্ট তো ছেড়েই দিলেন কোহলি। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১২৩ ম্যাচ খেলেছেন। ৩০ সেঞ্চুরির পাশাপাশি ৫১ ফিফটি করেছেন ভারতীয় এই ব্যাটার। যার মধ্যে রয়েছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সাত ডাবল সেঞ্চুরি। ৪৬.৮৫ গড় নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন কোহলি।

রোহিতেরও টেস্ট ক্যারিয়ারের শেষেরটা ভালো যায়নি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩ ম্যাচে ৬.২০ গড়ে করেন ৩১ রান। এমনকি তাঁর নেতৃত্বে ভারতের হাতের নাগালে থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফসকে যাওয়ায় অনেক সমালোচনা হয় তাঁকে নিয়ে। এই রোহিতেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে। ২০১৩ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১৭৭ রানের ইনিংস। আর কোহলির টেস্টকে বিদায় বলার আগে টাইমস অব ইন্ডিয়া চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে অনুরোধ করেছেন তিনি। তবে তাঁর দাবি নাকচ করে দেয় বোর্ড।

টেস্টে রোহিত-কোহলির শেষ অংশটা সুখকর না হলেও সাদা বলের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে। ২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত-কোহলি একসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। সাড়ে আট মাস ব্যবধানে এ বছরের মার্চে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও। বর্তমানে ভারতের এই দুই তারকা ক্রিকেটার শুধুই ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
৭২ বছর বয়সে মারা গেলেন জন রবার্টসন। ছবি: সংগৃহীত
৭২ বছর বয়সে মারা গেলেন জন রবার্টসন। ছবি: সংগৃহীত

জন রবার্টসনের সময়ই ফুটবল ইতিহাসের সেরা সময় কাটিয়েছিল নটিংহাম ফরেস্ট। ১৯৭৯ ও ১৯৮০ সালে টানা দুইবার জিতেছে ইউরোপিয়ান কাপ। বর্তমানে যেটা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত। আজ ৪৫ বছরের পুরোনো ইতিহাসটা বলতে হচ্ছে জন রবার্টসনের কারণে। না ফেরার দেশে চলে গেলেন স্কটিশ এই কিংবদন্তি ফুটবলার।

৭২ বছর বয়সে গতকাল মারা গেলেন রবার্টসন। তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছে নটিংহাম ফরেস্ট। ইংলিশ ক্লাবটি গতকাল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে নটিংহাম ফরেস্টের কিংবদন্তি জন রবার্টসনের মৃত্যুর খবর প্রকাশ করছি। আমাদের ক্লাবের সত্যিকারের কিংবদন্তি তিনি। দুবার ইউরোপিয়ান কাপজয়ী জিতেছেন জন। তাঁর অসাধারণ প্রতিভা এবং ক্লাবের প্রতি তাঁর আত্মনিবেদন নটিংহাম ফরেস্ট সব সময়ই মনে রাখবে। জনের পরিবার, বন্ধু ও নিকট জনদের পাশে আমরা আছি। শান্তিতে ঘুমান আমাদের কিংবদন্তি রোব্বো।’

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে জন গতকাল খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন উৎসবের দিন মারা গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলেন, ‘জন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বড়দিনের সকালে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা তখন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হার মেনেছেন তিনি ও তাঁর কন্যা জেসিকার সঙ্গে চলে গেলেন না ফেরার দেশে। অনেকের কাছে তিনি ফুটবলের নায়ক। তবে আমাদের কাছে জন শুধুই একজন পিতা।’

চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ইউরোপিয়ান কাপে নটিংহাম ফরেস্ট ১৯৭৯, ১৯৮০ সালে টানা দুই বার চ্যাম্পিয়ন হয়েছিল রবার্টসনের দুর্দান্ত পারফরম্যান্সেই। ১৯৭৯ সালে ফাইনালে মালমোর বিপক্ষে ফরেস্ট ১-০ গোলে জিতেছিল। সেবার রবার্টসনের ক্রস থেকে জয়সূচক গোল করেছিলেন ট্রেভর ফ্রান্সিস। পরের বছর হামবুর্গের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোলটি করেছিলেন রবার্টসন। এই ইউরোপিয়ান কাপও ১-০ গোলে জিতেছিল ফরেস্ট। স্কটল্যান্ডের তারকা ফুটবলারকে ‘পিকাসো’ উপাধি দিয়েছিলেন ফরেস্টের তৎকালীন কোচ ব্রায়ান ক্লফ। স্কটল্যান্ডের জার্সিতে পাঁচ বছরে ২৮ ম্যাচে ৮ গোল করেছিলেন রবার্টসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজই কি তাহলে সবার ওপরে রিশাদরা

ক্রীড়া ডেস্ক    
এবারের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
এবারের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছেন রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশের পয়েন্ট টেবিলের শীর্ষে মেলবোর্ন স্টার্স। সমান ৪ পয়েন্ট রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনসেরও। আজ পার্থ স্করচার্সকে হারালে হোবার্টের হবে ৬ পয়েন্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে পার্থ-হোবার্ট ম্যাচ। এবারে এটা হোবার্টের চতুর্থ ম্যাচ। তার আগে বেলা ১টা ৫ মিনিটে শুরু হবে সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স ম্যাচ। মেলবোর্ন জিতলে তাদেরও ৬ পয়েন্ট হবে। তখন চলে আসবে নেট রানরেটের ব্যাপার। তবে দুপুরে মেলবোর্ন হারলে আর বিকেলে হোবার্ট জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তারা। ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) শুরু হচ্ছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

বিপিএল

সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স

বেলা ৩টা

সরাসরি

চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট

সরাসরি

টি স্পোর্টস

মেলবোর্ন টেস্ট: ১ম দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ

সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স

বেলা ১টা ৫ মিনিট

সরাসরি

পার্থ স্করচার্স-হোবার্ট হারিকেনস

বিকেল ৪টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

ক্রীড়া ডেস্ক    
অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙার আরও কাছে অ্যালেক্স ক্যারি। ছবি: ক্রিকইনফো
অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙার আরও কাছে অ্যালেক্স ক্যারি। ছবি: ক্রিকইনফো

ক্যারিয়ারের সেরা সময়টা অ্যালেক্স ক্যারি কাটাচ্ছেন ২০২৫ সালেই। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ১০০০ রানের বেশি করেছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। ছন্দে থাকা ক্যারির সামনে এখন অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙার হাতছানি। তবে ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙাটা ক্যারির জন্য একটু কঠিনই বটে।

এবারের অ্যাশেজে নিয়মিত রান করছেন ক্যারি। ট্রাভিস হেডের ৩৯১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৮৭ রান এসেছে ক্যারির ব্যাট থেকে। মেলবোর্নে আজ বাংলাদেশ সময় ভোরে বক্সিং ডে টেস্ট যখন ক্যারি শুরু করতে নেমেছিলেন, তখন তাঁর সামনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার হাতছানি। তবে প্রথম ইনিংসে ২০ রান করে আউট হওয়াতে কাজটা একটু কঠিন হয়ে গেল তাঁর জন্য। টেস্টে এ বছর এখন পর্যন্ত ৫০.৮৬ গড়ে ৭৬৩ রান করেছেন তিনি। ১১ টেস্টের ১৫ ইনিংসে ব্যাটিং করে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। অজি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ ৮৭০ রানের রেকর্ড ২০০১ সালে গড়েছিলেন গিলক্রিস্ট। সে বছর ১৪ টেস্টের ১৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছিলেন।

টেস্টে এক বছরে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রথম চারটিই গিলক্রিস্টের। ২০০৪, ২০০৫ ও ২০০২ সালে তিনি ৮৩৭, ৮৩৬ ও ৭৯২ রান করেছিলেন। তবে গিলক্রিস্টের ২০০১ সালের রেকর্ড ভাঙতে মেলবোর্নে আজ শুরু হওয়া অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির বিকল্প নেই ক্যারির। দ্বিতীয় ইনিংসে ক্যারিকে করতে হবে ১০৮ রান। সেক্ষেত্রে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেবেন অস্ট্রেলিয়ার ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।

২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ৪২ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলে করেছেন ৪৮০৯ রান। যার মধ্যে এ বছর করেছেন ১০৬৪ রান। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটা বছরের হিসেবে সর্বোচ্চ রান। মেলবোর্নে আজ টস হেরে আগে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেছেন মাইকেল নেসার। ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও নেই স্বস্তিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেটে ৬৮ রান করেছে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ রান

রান সাল

অ্যাডাম গিলক্রিস্ট ৮৭০ ২০০১

অ্যাডাম গিলক্রিস্ট ৮৩৭ ২০০৪

অ্যাডাম গিলক্রিস্ট ৮৩৬ ২০০৫

অ্যাডাম গিলক্রিস্ট ৭৯২ ২০০২

অ্যালেক্স ক্যারি ৭৬৩ ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ছবি: ফেসবুক
এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ছবি: ফেসবুক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রবাসী ভক্ত-সমর্থকেরাও যেন বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস না করেন, সেই ব্যবস্থা করা হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হবে ২০২৬ বিপিএল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলোর নাম জানিয়েছে। বাংলাদেশে টেলিভিশনে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ডিজিটাল প্ল্যাটফর্ম আকাশ গো, ট্যাপম্যাড সম্প্রচার করবে বিপিএল। পাকিস্তানে এআরওয়াই স্পোর্টস চ্যানেলে দেখা যাবে বিপিএল। পাশাপাশি পাকিস্তানিরা এআরওয়াই জ্যাপ, ট্যাপম্যাড, মাইকো, তামাশা নামক ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পারেন বাংলাদেশের এই টুর্নামেন্ট। ভারতে ফ্যানকোডে দেখা যাবে বিপিএল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শ্রীলঙ্কায় ডায়লগ, পিও টিভি সম্প্রচার করবে।

নেপালে ডিশ টিভি সম্প্রচার করবে বিপিএল। আফগানিস্তানের এসওআইএইচ টিভিতে দেখা যাবে বিপিএল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচার করবে উইলো টিভি। এই উইলো টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও মার্কিন মুলুকে বসে বিপিএল দেখা যাবে। পাশাপাশি আরেক ডিজিটাল প্ল্যাটফর্ম ডিআরএম সম্প্রচার করবে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমানসহ মেনা অঞ্চলের (মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা) ১৯ দেশে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিপিএল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবীয় অঞ্চলের ২৭ দেশে রাশ স্পোর্টসে সম্প্রচার করা হবে।

বিশ্বজুড়ে বিপিএল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ছবি: বিসিবি
বিশ্বজুড়ে বিপিএল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ছবি: বিসিবি

কোন কোন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিপিএল

বাংলাদেশ

টিভি: টি স্পোর্টস, নাগরিক টিভি

ডিজিটাল: ট্যাপম্যাড, আকাশ গো

পাকিস্তান

টিভি: এআরওয়াই স্পোর্টস

ডিজিটাল: এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা, ট্যাপম্যাড

ভারত

ফ্যানকোড

শ্রীলঙ্কা

ডায়লগ, পিও টিভি

নেপাল

ডিশ হোম

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা (১৯ দেশ)

টি স্পোর্টস ইউটিউব

ক্যারিবীয় (২৭ দেশ)

রাশ স্পোর্টস

আফগানিস্তান

এসওআইএইচ টিভি

বিশ্বের বাকি অংশে টি স্পোর্টস ইউটিউবে সম্প্রচার করা হবে বিপিএল। ২৯ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকা দাম উঠেছে তাওহীদ হৃদয়ের। তাঁকে কিনেছে রংপুর রাইডার্স। একই দল লিটনকে কিনেছে ৭০ লাখ টাকায়। তাসকিনকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত