Ajker Patrika

এক সপ্তাহের মধ্যে রোহিত-কোহলির অবসরের নেপথ্যের ঘটনা কী

ক্রীড়া ডেস্ক    
টেস্টে আর দেখা যাবে না বিরাট কোহলি-রোহিত শর্মাকে। ছবি: এএফপি
টেস্টে আর দেখা যাবে না বিরাট কোহলি-রোহিত শর্মাকে। ছবি: এএফপি

রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। ৭ মে সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলে দিয়েছেন রোহিত। ভারতীয় তারকা ক্রিকেটারের পথ ধরে এবার টেস্টকে বিদায় বললেন বিরাট কোহলি।

রোহিতের মতো কোহলিও ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে কোহলি আজ বিদায় বলেছেন। কোহলি যখন টেস্টকে বিদায় বলেছেন, তখন ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বন্ধ আইপিএল। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ২৫ মে শেষ হওয়ার কথা থাকলেও হাতে থাকা বাকি ১৬ ম্যাচ কবে হবে, সেটা এখনো বলা যাচ্ছে না। আইপিএলের পরপরই ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে। ইংল্যান্ডে জুন-আগস্টে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে সময়ের দুই তারকা ক্রিকেটারকে ভারত পাচ্ছে না।

এক সপ্তাহের ব্যবধানে টেস্ট থেকে রোহিত-কোহলির অবসরের ঘটনা নিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন কথাবার্তা। ঘটনার সূত্র ভারতীয় সংবাদমাধ্যমই। কোহলির অবসরের সম্ভাব্য কারণ নিয়ে এনডিটিভি আজ দুপুরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের এই সংবাদমাধ্যমের মতে রোহিত-কোহলিকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করতে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) নির্বাচকেরা অনেক সময় পাবেন। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, সাই সুদর্শনের মতো তরুণদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। এমনকি শ্রেয়াস আইয়ারেরও টেস্টে সুযোগ মিলতে পারে এনডিটিভির প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে। যেখানে আইয়ার সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন।

কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ায় চেতেশ্বর পূজারার সুযোগ মিলতে পারে বলে এনডিটিভির প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে। টেস্টে পূজারা তাহলে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন লন্ডনের ওভালে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। কোহলির টেস্টকে বিদায় বলার আরেকটা কারণ হতে পারে এই সংস্করণে তাঁর সাম্প্রতিক ফর্ম। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচে করেছেন ১৯০ রান। পার্থে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ছাড়া বলার মতো কিছুই ছিল না কোহলির সেই অস্ট্রেলিয়া সফরে।

ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। ছবি: ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। ছবি: ইনস্টাগ্রাম

এনটিভির আগে ‘দৈনিক জাগরণ’ নামে ভারতীয় আরেক সংবাদমাধ্যম রোহিত-কোহলিকে নিয়ে চমকপ্রদ এক প্রতিবেদন প্রকাশ করেছে। দৈনিক জাগরণের গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিতকে আগেভাগেই অনেক কিছু বিসিসিআই জানিয়ে দিয়েছিল। বিসিসিআই নাকি স্পষ্ট করে বলেছিল যে ভারতের এই তারকা ক্রিকেটার বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই। দৈনিক জাগরণ আরও জানিয়েছে, কোহলির ব্যাপারে বেশি একটা হস্তক্ষেপ করতে চায় না বিসিসিআই। বোর্ডের কাছে মনে হয়েছে, তাঁর (কোহলি) অবসরের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।

বিরাট কোহলি টেস্টকে বিদায় বলেছেন ইনস্টাগ্রামে। ছবি: ইনস্টাগ্রাম
বিরাট কোহলি টেস্টকে বিদায় বলেছেন ইনস্টাগ্রামে। ছবি: ইনস্টাগ্রাম

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা কোহলি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)—এমন সংবাদ পরশু প্রকাশ করে ক্রিকইনফো। এমনকি ভারতীয় তারকা ব্যাটারের কাছে বিসিসিআই অনুরোধ করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়। শেষ পর্যন্ত টেস্ট তো ছেড়েই দিলেন কোহলি। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১২৩ ম্যাচ খেলেছেন। ৩০ সেঞ্চুরির পাশাপাশি ৫১ ফিফটি করেছেন ভারতীয় এই ব্যাটার। যার মধ্যে রয়েছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সাত ডাবল সেঞ্চুরি। ৪৬.৮৫ গড় নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন কোহলি।

রোহিতেরও টেস্ট ক্যারিয়ারের শেষেরটা ভালো যায়নি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩ ম্যাচে ৬.২০ গড়ে করেন ৩১ রান। এমনকি তাঁর নেতৃত্বে ভারতের হাতের নাগালে থাকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফসকে যাওয়ায় অনেক সমালোচনা হয় তাঁকে নিয়ে। এই রোহিতেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে। ২০১৩ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১৭৭ রানের ইনিংস। আর কোহলির টেস্টকে বিদায় বলার আগে টাইমস অব ইন্ডিয়া চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে অনুরোধ করেছেন তিনি। তবে তাঁর দাবি নাকচ করে দেয় বোর্ড।

টেস্টে রোহিত-কোহলির শেষ অংশটা সুখকর না হলেও সাদা বলের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে। ২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত-কোহলি একসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। সাড়ে আট মাস ব্যবধানে এ বছরের মার্চে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও। বর্তমানে ভারতের এই দুই তারকা ক্রিকেটার শুধুই ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত