Ajker Patrika

তিন দিনেই টেস্ট জিতে রোহিতের আশা পূরণ হয়েছে

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ২৮
তিন দিনেই টেস্ট জিতে রোহিতের আশা পূরণ হয়েছে

সংস্করণ, মাঠ, প্রতিপক্ষসহ অনেক কিছু বদলালেও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। পরাজয়ের হতাশাই তাদের সঙ্গী হচ্ছে। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিন দিনেই বড় ব্যবধানে হেরেছে। ইনিংস ও ১৪১ রানে হেরেছে ক্যারিবিয়ানরা।

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে এমন ব্যবধানে জয় পাওয়ায় রোহিত শর্মার আশা পূরণ হয়েছে। ভারতীয় অধিনায়কের আশা ছিল এক ইনিংস ব্যাট করেই প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া। আর সেটা তাঁরা করেছেনও। ম্যাচ শেষে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 

রোহিত বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করাতেই আমাদের খেলার গতিপথ ঠিক হয়। আমরা জানতাম এই উইকেটে ব্যাটিং করা কিছুটা কঠিন হবে। দায়িত্ব পালনের মাধ্যমে আমরা বেশ ভালো বোলিং করেছি। এই পিচে একবারই আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম এবং তা দীর্ঘ সময়ের জন্য। যেন ৪০০-এর বেশি রান তুলতে পারি। এরপর বোলিংয় করতে নেমে নিজেদের কাজটা আবারও ভালোভাবে করা।’

ভারত যে টেস্টে বড় ব্যবধানের জয় পাবে, তার আভাস শুরু থেকেই পাওয়া যাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ায়। নিজেরা ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৪২১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। রোহিতের সেঞ্চুরির সঙ্গে অভিষেক টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েন যশস্বী জয়সওয়াল। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ১৫০ ঊর্ধ্ব ইনিংস খেলেন তিনি। ১৭১ রানের পুরস্কার হিসেবে ম্যাচ-সেরাও হন এই উদীয়মান ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের চেয়েও বড় বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। এবার ১৩০ রানেই অলআউট হয় তারা। স্বাগতিক ব্যাটারদের দুই ইনিংসেই জম হয়ে দাঁড়ান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর। এবার একাই ৭ উইকেট নেন তিনি। সব মিলিয়ে ১২ উইকেট নিয়ে মূলত জয়ের কাজটা সহজ করে দেন এই অফস্পিনারই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ জুলাই পোর্ট অব স্পেনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত