নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ বন্ধ হয়ে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ। ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১০০ রান তুলেছে ভারত। কিন্তু ১৫.৪ ওভার যাওয়ার পর খেলোয়াড়েরা মাঠ থেকে উঠে গেছেন আম্পায়ারদের সঙ্গে কথা বলে।
ধর্মশালায় তীব্র ঠাণ্ডার পাশাপাশি প্রচুর কুয়াশার কারণে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয় যায়। মাঠও অনেকটাই ঝাপসা হয়ে গেছে। কুয়াশায় খেলোয়াড়েরা অসুস্থ হওয়ার সম্ভাবনাও আছে। তাই ঝুঁকি না নিয়ে দুই দলের অধিনায়ক আম্পায়ারদের সঙ্গে কথা বলে ড্রেসিংরুমে ফেরেন।
বিরাট কোহলি ৭ ও শ্রেয়াস আইয়ার ২১ রানে অপরাজিত আছেন। এর আগে রোহিত শর্মা ৪৬ ও শুবমান গিল ২৬ রানে আউট হয়েছেন।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। যদি শেষ পর্যন্ত কোনো বিঘ্ন না ঘটে ধর্মশালায় আজ দুই দলের সাক্ষাতে কাউকে হারতেই হবে। জয় নিয়ে কোন দল হিমাচল প্রদেশ ছাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা।
৩৬.১ ওভারেই ৩ উইকেটে ২০০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তখন স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাসই দিয়েছিল তারা। তবে মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাদের তোপে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
তবু মিচেলের ১৩০ ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন এই ভারতীয় পেসার। শার্দুল ঠাকুর জায়গায় সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট।
নিজেদের ৫ম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে পাওয়ার প্লেতে রান তুলতেই হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন সিরাজ। রানের খাতাই খোলা হয়নি কিউই ওপেনারের।
৯ম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ফেরান শামি। এই বিশ্বকাপে নিজের প্রথম ডেলিভারিতে বোল্ড করেছেন ইয়ংকে (১৭)। ৮.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পারে তারা। তবে তৃতীয় উইকেটে রাচিন ও মিচেলের ১৫২ বলে ১৫৯ রানের দুর্দান্ত জুটিতে চাপ সামলে ওঠে কিউইরা। ৩৪ তম ওভারে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শামি। ৬ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেছেন রাচিন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন মিচেল। পরে গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি কিউই ব্যাটাররা। ৫০ তম ওভারে শামির বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে খেলেছেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি ছিল ইনিংসে।
হঠাৎ বন্ধ হয়ে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ। ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১০০ রান তুলেছে ভারত। কিন্তু ১৫.৪ ওভার যাওয়ার পর খেলোয়াড়েরা মাঠ থেকে উঠে গেছেন আম্পায়ারদের সঙ্গে কথা বলে।
ধর্মশালায় তীব্র ঠাণ্ডার পাশাপাশি প্রচুর কুয়াশার কারণে খেলা চালিয়ে যাওয়া কঠিন হয় যায়। মাঠও অনেকটাই ঝাপসা হয়ে গেছে। কুয়াশায় খেলোয়াড়েরা অসুস্থ হওয়ার সম্ভাবনাও আছে। তাই ঝুঁকি না নিয়ে দুই দলের অধিনায়ক আম্পায়ারদের সঙ্গে কথা বলে ড্রেসিংরুমে ফেরেন।
বিরাট কোহলি ৭ ও শ্রেয়াস আইয়ার ২১ রানে অপরাজিত আছেন। এর আগে রোহিত শর্মা ৪৬ ও শুবমান গিল ২৬ রানে আউট হয়েছেন।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। যদি শেষ পর্যন্ত কোনো বিঘ্ন না ঘটে ধর্মশালায় আজ দুই দলের সাক্ষাতে কাউকে হারতেই হবে। জয় নিয়ে কোন দল হিমাচল প্রদেশ ছাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা।
৩৬.১ ওভারেই ৩ উইকেটে ২০০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তখন স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাসই দিয়েছিল তারা। তবে মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাদের তোপে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
তবু মিচেলের ১৩০ ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন এই ভারতীয় পেসার। শার্দুল ঠাকুর জায়গায় সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট।
নিজেদের ৫ম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে পাওয়ার প্লেতে রান তুলতেই হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন সিরাজ। রানের খাতাই খোলা হয়নি কিউই ওপেনারের।
৯ম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ফেরান শামি। এই বিশ্বকাপে নিজের প্রথম ডেলিভারিতে বোল্ড করেছেন ইয়ংকে (১৭)। ৮.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পারে তারা। তবে তৃতীয় উইকেটে রাচিন ও মিচেলের ১৫২ বলে ১৫৯ রানের দুর্দান্ত জুটিতে চাপ সামলে ওঠে কিউইরা। ৩৪ তম ওভারে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শামি। ৬ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেছেন রাচিন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন মিচেল। পরে গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি কিউই ব্যাটাররা। ৫০ তম ওভারে শামির বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে খেলেছেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি ছিল ইনিংসে।
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
৩ মিনিট আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
১ ঘণ্টা আগেঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেসিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
২ ঘণ্টা আগে