Ajker Patrika

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক
এই জার্সিতেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। ছবি: আজকের পত্রিকা
এই জার্সিতেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। ছবি: আজকের পত্রিকা

২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছি। টুর্নামেন্টে ভালো করার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’ রংপুর রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে রংপুর রাইডার্সের এই প্রতিনিধিত্ব সত্যিই গর্বের বিষয়। তারা স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে। আশা করি, তারা লিগে চমৎকার পারফর্ম করবে।’

রংপুর রাইডার্সের পরিচালক শানিয়ান তানিম বিসিবির সহযোগিতায় অভিভূত। তিনি বলেন, ‘বিসিবি আমাদের প্রস্তুতির জন্য অসাধারণ সহযোগিতা করেছে। প্রস্তুতি সুবিধাসহ বিভিন্ন সহায়তা পেয়েছি, যা আমাদের দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত