Ajker Patrika

পরীক্ষা দুই বাংলাদেশি আম্পায়ারেরও

নিজস্ব প্রতিবেদক, দুবাই
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১: ২৭
পরীক্ষা দুই বাংলাদেশি আম্পায়ারেরও

এবারের এশিয়া কাপটা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ারের কাছে। প্রথমবারের মতো এশিয়া কাপের মতো বড় মঞ্চে আম্পায়ারিং করতে যাচ্ছেন মাসুদুর রহমান মুকুল আর গাজী আশরাফুল আফসার সোহেল।

প্রথমবার এত বড় টুর্নামেন্ট, তার ওপর ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং—মুকুল যেমন রোমাঞ্চিত, একই সঙ্গে চ্যালেঞ্জিংও বটে। ১৭ ওয়ানডে ও ২৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করা মুকুল চ্যালেঞ্জটা নিচ্ছেন। গতকাল আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘হ্যাঁ, এটা আমার প্রথম এশিয়া কাপ। এই প্রথম আমরা দুজন (তিনি ও সোহেল) এশিয়া কাপে আম্পায়ারিং করছি। ভারত-পাকিস্তান ম্যাচের মতো একটা বড় ম্যাচে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুবই রোমাঞ্চিত। তবে আমার কাছে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। আমি যদি পারফর্ম করতে পারি, সেটা আমার ও বাংলাদেশের আম্পায়ারদের জন্য বিশাল একটা অর্জন হবে। আশা করি আমরা আরও বেশি বেশি ম্যাচ পাব।’

একই রোমাঞ্চ কাজ করছে ৯ ওয়ানডে ও ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করা গাজী সোহেলের মনেও। তিনি বললেন, ‘এশিয়া কাপে সুযোগ পেয়ে রোমাঞ্চিত। তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যেন এখানেও অন্যদের চেয়ে ভালো করতে পারি। আমরা ভালো করতে পারলে দেশের ভাবমূর্তি বাড়বে। খেলোয়াড়েরা যেমন দেশকে প্রতিনিধিত্ব করে, আমরাও করি। আমাদের চেষ্টা থাকবে আম্পায়ারিং এমন জায়গায় নিয়ে যাওয়া, যেন ভবিষ্যৎ প্রজন্ম এটিকে আরেকটি পর্যায়ে নিয়ে যেতে পারে।’

সোহেল ভারত-পাকিস্তান ম্যাচের চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি অনফিল্ড আম্পায়ারিং করবেন ভারত-হংকং ম্যাচে। তবে সোহেলের লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করা। বাংলাদেশি আম্পায়ারদের ফাইনালে আম্পায়ারিং করার সুযোগ তখনই মিলতে পারে, যদি বাংলাদেশ দল ফাইনালে না খেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত