Ajker Patrika

যুবাদের দিয়ে ইমরুল-মিরাজদের স্বপ্নযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবাদের দিয়ে ইমরুল-মিরাজদের স্বপ্নযাত্রা শুরু

বিসিবির সঙ্গে আলোচনা করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে পাকিস্তানের খেলার সামগ্রী প্রস্তুতকারী সিএ কোম্পানির ১৫টি ব্যাট এনে দিলেন তামিম ইকবাল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে প্রস্তুতির শেষ দিন বাংলাদেশ যুবাদের সেই ব্যাটগুলো পৌঁছে দেন বাঁহাতি ওপেনার। 

তামিমের পর মেহেদী হাসান মিরাজও আজ সন্ধ্যায় সুখবর দিলেন যুব বিশ্বকাপের ৮ ক্রিকেটারকে। জিসান-আহরারদের সঙ্গে এক বছরের বিজ্ঞাপনী চুক্তি হয়েছে ইমরুল কায়েস-মিরাজদের ক্রিকেট সরঞ্জামের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টসের’। আগামী এক বছর খেলায় এমকেএসের সরঞ্জামাদি ব্যবহার করবেন তাঁরা। কোম্পানির সহ-স্বত্বাধিকারী ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ আজকের পত্রিকাকে খবরটি নিশ্চিত করেছেন। 

এমকেএসের সঙ্গে এক বছরের চুক্তি করা ৮ ক্রিকেটার হলেন—আহরার আমিন, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, শিহাব জেমস, মোহাম্মদ রিজওয়ান, রাফিউজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন ও ওয়াসি সিদ্দিক। 

এমকেএস স্পোর্টসের সহ-স্বত্বাধিকারী মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা প্রথমে এক বছরের জন্য চুক্তি করেছি। সামনে দরকার হলে আবারও করব। এই এক বছরে আমাদের কোম্পানি থেকে তাদের ৪টি করে ব্যাট, ৬ জোড়া গ্লাভস ও ২টা প্যাড দেব। তারা খেলায় আমাদের সরঞ্জামাদি ব্যবহার করবে।’ 

কিছুদিন আগেই আইসিসির স্বীকৃতি পেয়েছে ইমরুল, মিরাজ ও ক্রিকেট সরঞ্জাম বিশেষজ্ঞ হুসাইন মোহাম্মদ আফতাব শাহীনদের প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে লোগো ব্যবহারে আর কোনো বাধা থাকল না কোম্পানিটির। ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই হয়তো এমকেএসের লোগোর দেখা মিলতে পারে যুবাদের সরঞ্জমাদিতে। ফলে যুবাদের দিয়ে ইমরুল-মিরাজ-শাহিনের স্বপ্নযাত্রাও শুরু হচ্ছে। 

২০২০ সালে প্রথম ইমরুল আর শাহিনের মাথায় আসে বাংলাদেশে একটি উন্নত মানের ক্রিকেট সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ার কথা। রাজশাহীতে তাঁরা কারখানাও তৈরি করেছেন। সেখানে মাসে গড়ে ৮০টি গেম ব্যাট তৈরি হয়। তবে জানুয়ারিতে পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ায় এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আইসিসির অনুমোদন পাওয়ায় রাজধানীর ধানমন্ডিতে এমকেএস স্পোর্টসের প্রথম শোরুম চালুর কথাও রয়েছে। 

আগামীকাল রাত ১টা ৫ মিনিটের এক ফ্লাইটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় রওনা হবেন বাংলাদেশ যুবারা। ২০ জানুয়ারি ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মাহফুজুর রহমান রাব্বির দল। তার আগে ৭ সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে তারা। ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ ও ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন রাব্বিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত