Ajker Patrika

পাপন বলছেন, লিটনই অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৩, ২১: ১৩
পাপন বলছেন, লিটনই অধিনায়ক

ওয়ানডেতে লিটন দাস অধিনায়কত্বের স্বাদ পেয়েছেন গত ডিসেম্বরে, ভারতের বিপক্ষে সিরিজে। তামিম ইকবালের অনুপস্থিতিতে নেতৃত্বের অভিষেকটা বেশ ভালোভাবেই রাঙিয়েছিলেন। এবার চোটের কারণে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়কত্বেরও স্বাদ লিটন পাবেন কি না, এই ব্যাপারে কিছুদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে। 

সাকিবের সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ লাগবে। আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্ট শুরু করবে বাংলাদেশ। ওই টেস্টে সাকিবকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অধিনায়কের অনুপস্থিতিতে তাই নেতৃত্ব দেওয়া নিয়ে সহ-অধিনায়ক লিটনের নামটিই বেশি আলোচনায়। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও অবশ্য আজ জানিয়েছেন, লিটনই আফগানদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট দলের স্বীকৃত সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ প্রধান অতিথি ছিলেন পাপন। 

সেখানে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন? সংবাদমাধ্যমকে এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসান (টেস্ট অধিনায়ক) চোটে থাকাতে সহ-অধিনায়ক যে, সে হবে অধিনায়ক। লিটন দাস সহ-অধিনায়ক, আমি তো তা-ই জানি। অন্য কিছু এখনো শুনি নাই, না শুনলে কীভাবে বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত