টেস্ট ক্রিকেটে অভিষেকের মুহূর্তটা সব সময় স্মৃতিময় হয়ে থাকে সব ক্রিকেটারের। মুশফিকুর রহিমও ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকের দিন মনে রেখেছেন।
২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্টে অভিষেক হয় মুশফিকের। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে খেলার সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটারেরও টেস্ট অভিষেকের ১৮ বছর পূর্ণ হলো আজ।
অভিষেক টেস্টের টুপি মুশফিক যত্ন করে রেখে দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর অভিষেক ও বর্তমান সময়ের দুটি ছবি পাশাপাশি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৮ বছর হয়ে গেছে এবং এখনো চলছে।’
লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকের। অভিষেক টেস্টটা ছিল ভুলে যাওয়ার মতোই। তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ হারে ইনিংস ও ২৬১ রানে। দুই ইনিংস মিলে তিনি করেন ২২ রান।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক খেলেছেন ৮৫ টেস্ট। ৩৮.৪৪ গড়ে করেছেন ৫৪৯৮ রান। করেছেন ১০ সেঞ্চুরি ও ২৬ ফিফটি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকেই। টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ডও তাঁর। বাংলাদেশের ক্রিকেটে অপরিসীম অবদান রাখায় কদিন আগে কোয়াবের পুরস্কার জেতেন মুশফিক।
টেস্ট ক্রিকেটে অভিষেকের মুহূর্তটা সব সময় স্মৃতিময় হয়ে থাকে সব ক্রিকেটারের। মুশফিকুর রহিমও ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকের দিন মনে রেখেছেন।
২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্টে অভিষেক হয় মুশফিকের। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে খেলার সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটারেরও টেস্ট অভিষেকের ১৮ বছর পূর্ণ হলো আজ।
অভিষেক টেস্টের টুপি মুশফিক যত্ন করে রেখে দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর অভিষেক ও বর্তমান সময়ের দুটি ছবি পাশাপাশি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৮ বছর হয়ে গেছে এবং এখনো চলছে।’
লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকের। অভিষেক টেস্টটা ছিল ভুলে যাওয়ার মতোই। তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ হারে ইনিংস ও ২৬১ রানে। দুই ইনিংস মিলে তিনি করেন ২২ রান।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক খেলেছেন ৮৫ টেস্ট। ৩৮.৪৪ গড়ে করেছেন ৫৪৯৮ রান। করেছেন ১০ সেঞ্চুরি ও ২৬ ফিফটি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকেই। টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ডও তাঁর। বাংলাদেশের ক্রিকেটে অপরিসীম অবদান রাখায় কদিন আগে কোয়াবের পুরস্কার জেতেন মুশফিক।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৫ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৬ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৭ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৮ ঘণ্টা আগে