Ajker Patrika

পাকিস্তানের যে দাবি মেনে নিল আইসিসি

আপডেট : ২৮ জুন ২০২৩, ১৯: ২৭
পাকিস্তানের যে দাবি মেনে নিল আইসিসি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ভেন্যু পরিবর্তের অনুরোধ আইসিসিকে করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই অনুরোধ আইসিসি রাখেনি ঠিকই। তবে পাকিস্তানের অন্য এক দাবি মেনে নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। 

গতকাল বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। খসড়া সূচিতেও এই দুই ম্যাচের ভেন্যু, তারিখ একই ছিল। এই দুটো ম্যাচের ভেন্যু অদলবদলের অনুরোধ পাকিস্তান করলেও আইসিসি সাড়া দেয়নি। অন্যদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ পাকিস্তান খেলতে চায় নন-এশিয়ান কোনো দলের বিপক্ষে। পাকিস্তানের এই দাবি মেনে নিয়েছে আইসিসি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ পাকিস্তান খেলবে নন-এশিয়ান দলের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। দুটো ম্যাচই হবে হায়দরাবাদে। 

গত বিশ্বকাপের মতোই এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে ৯টি করে ম্যাচ। ৬ ও ১২ অক্টোবর বাছাইপর্ব উতরে আসা দুই দলের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে পাকিস্তান। ম্যাচ দুটিই হবে হায়দরাবাদে। গ্রুপ পর্বের ৪৫ ম্যাচ শেষে মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনালের দুই ম্যাচ। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত